শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
Homeঅর্থনীতিযে কারিগরি ত্রুটির কবলে ডিএসই, লেনদেন বন্ধ

যে কারিগরি ত্রুটির কবলে ডিএসই, লেনদেন বন্ধ

বাংলাদেশ প্রতিবেদক: নেটওয়ার্ক সমস্যার কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। সমস্যা সমাধানে কাজ করছে ডিএসইর আইটি টিম।

নির্ধারিত সময় অনুযায়ী রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে বিনিয়োগকারী সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন হচ্ছে না।

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা বলেন, লেনদেন শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে শিগগির লেনদেন শুরু হবে।

যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।

সফটওয়্যারের কোনো সমস্যা আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, সফটওয়্যারের কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা হয়েছে।

তাহলে কি ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকটা সে রকম। এখন সমস্যা সমাধানে কাজ চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments