বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক উদ্যোক্তা পরিচালক ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম তার স্ত্রী ফাহিমা হোসনাকে ৬০ লাখ ৬০ হাজার ও মেয়ে রোশমী রুহিকে সমপরিমাণ শেয়ার উপহার হিসেবে দেবেন। ফাহিমা হোসনা ও রোশমী রুহি উভয়ই কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী।
গত ২০ জানুয়ারি থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ঘোষিত শেয়ার হস্তান্তর করবেন এই উদ্যোক্তা পরিচালক।
উল্লেখ্য গত নভেম্বর মাসেও এস এম রেজাউল আলম তার ধারণকৃত মোট শেয়ার থেকে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার কন্যা রোশমী রুহি এবং ৬০ লাখ ৬০ হাজার শেয়ার স্ত্রী ফাহিমা হুসনাকে ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এই শেয়ার দেবেন।
এদিকে উপহারের শেয়ারে দিনে দিনে বেড়ে চলেছে পাবলিক শেয়ার সংখ্যা। এতে হতাশ ও আতঙ্কিত হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা।
এক বিনিয়োগকারীর সঙ্গে কথা হলে তিনি জানান, এভাবে উপহারের নামে পাবলিক শেয়ার সংখা বাড়াচ্ছে কোম্পানিগুলো, এই উপহারের শেয়ারগুলো তারা চাইলেই কোন নোটিশ ছাড়াই বিক্রি করে দিতে পারবেন। এতে বেশি দামে শেয়ার ক্রয় করে ক্ষতির সম্মুখীন হতে পারে বিনিয়োগকারীরা।