রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeশিক্ষারবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বুধবার (২২ জানুয়ারি) দ্বিতীয় দিনেও বগুড়া – নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা। এদিন বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময়

শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

প্রতিষ্ঠার ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কোন পদক্ষেপ গ্রহন না করায় লাগাতার আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এদিকে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহনের আশ্বাস না পেলে আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আন্দোলন কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ না নেয়ায় আন্দোলন অব্যাহত রাখা হয়েছে বলে শিক্ষার্থীরা জানান। আন্দোলনরত শিক্ষার্থী হৃদয় সরকার, জাকারিয়া, শামিম হোসেন, মিরাজ, নওশিন মাইস্যা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিলেও অদ্যবধি স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাই তারা বাধ্য হয়ে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষনা করেছেন।

এদিকে, ঘন্টার পর ঘন্টা বগুড়া – নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় মহাসড়কের উভয়পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এতে মহাসড়ক সহ শাহজাদপুর পৌরসভার প্রধান প্রধান সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে ঘন্টার পর ঘন্টা মহাসড়ক অবরোধ করে যানজট সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় সুধী মহলের অনেকেই উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতি আহবান জানান।
এদিকে এ আন্দোলনের সাথে সহমত পোষণ করে বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শাহজাদপুরের সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া শাহজাদপুর উপজেলা ছাত্রদলও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।
জানা গেছে, ২০১৬-১৭ শিক্ষা বর্ষে শাহজাদপুর পৌরএলাকার ৩ টি বেসরকারি কলেজে ও ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাজ শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫ টি বিভাগে ১ হাজার ২ শত শিক্ষার্থী অধ্যয়ন করছে। উপজেলার পোতাজিয়া ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য দুইশত একর সরকারি খাস সম্পত্তি বরাদ্দ দেয়া হয়েছে।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো -ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া জানান, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সহমত ব্যক্ত করে বলেন, আগামী ২৮ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ের মিটিং ডাকা হয়েছে। ওই মিটিংয়ে আর্থিক বরাদ্দ অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বরাদ্দ পেলেই নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাস নির্মানের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments