বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসম্পাদকীয়সামান্য বৃষ্টিতেই ঢাকায় দুর্ভোগ

সামান্য বৃষ্টিতেই ঢাকায় দুর্ভোগ

মো. ওসমান গনি: অতিবৃষ্টি আর কালবৈশাখীর আক্রমনে ঢাকাবাসীর নাকাল অবস্থা। হঠাৎ করে অতি ঝড় ও বৃষ্টির কারণে রাজধানীর যানবাহন কমে যাওয়ায় স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা বৃষ্টির কারণে অনেকেই নির্ধারিত সময়ে স্কুলে যেতে পারেননি। একই কারণে অফিস যাওয়া সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন। এখন চলছে চৈত্র মাস। শেষ হতে আর কয়েকদিন বাকি। এরই মধ্যে দেখা দিয়েছে বৃষ্টি। নগরীর আকাশে কয়েক ধাপে হানা দেয় বৃষ্টি।আর এই বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় কোমর পানি দেখা দিয়েছে। এমন সময় বিপদে পড়েছিলেন পথচারীরা। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরপানি জমে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এ কারণে কোনও যানবাহন চলাচল করতে পারে না। তাই অফিস শেষে ঘরমুখো মানুষকে ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি থামার অনেক পরেও অনেক এলাকায় জলাবদ্ধতা ছিল। নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ধাপে বৃষ্টি হয়েছে।এ বৃষ্টিতে কাজীপাড়া, শেওড়াপাড়া, শ্যামলী, রোকেয়া সরণি, মিরপুর ১০, মিরপুর ১১, কালশী, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। পানির কারণে ওইসব সড়ক দিয়ে সন্ধ্যা নাগাদ কোনও যানবাহনই চলাচল করতে দেখা যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এলাকাবাসীকে। তবে জলাবদ্ধতার জন্য ঢাকা ওয়াসাকেই দায়ী করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেয়র বলছেন, মিরপুর ও কালশীএলাকার ৮-৯টি খাল দখল হয়ে গেছে। এসব খালের দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। এর পরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এই খাল উদ্ধার করতে হবে। ঝড়-বৃষ্টি যে হবে তা আগেই বলা হয়েছিল। তবে তা যে এই মাত্রায় সেইটা বোধহয় আন্দাজ করা যায়নি। রাতে উপগ্রহ জানিয়েছিল, বিকেল নাগাদ ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হতেপারে। কিন্তু বিকেল হতে না হতেই রাজধানীবাসী ঝড়ের যে তান্ডব দেখলেন তাতে এসব হিসাব আর গোনায় ধরা যাচ্ছে না। : আবহাওয়া অফিস জানিয়েছিল, বিকেলে কালবৈশাখী হতে পারে। ভারী বৃষ্টিরও সতর্কবার্তা দিয়েছিল। সোমবার সকাল ৯টাপর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বর্ষণ এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। বিশেষ করে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বলে ছিল। তাই সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত না থাকলেও নদী বন্দরগুলোর জন দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। স্থানীয় একজন বাসিন্দা রাজধানীর মিরপুর ১১ নম্বরের জলাবদ্ধতার একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছেন। তাতে দেখা গেছে, পানির কারণে কোনও যানবাহনই চলাচল করতে পারছে না। অনেকগুলো ব্যক্তিগত গাড়ি সড়কে আটকে রয়েছে। দু-একটি রিকশা চললেও কোমরপানি পর্যন্ত ডুবে রয়েছে সেগুলো। : মিরপুর ১০ নম্বরে দুপুরের পর যে বৃষ্টি হয়েছে তাতে মিরপুর ও কালশীএলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতারকারণে কোনও যানবাহন চলাচল করতে পারেনি। দুপুর ২টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। তুমুল বৃষ্টিতে বিপাকে পড়েন ঘর থেকে বের হওয়া মানুষ। বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমে এলেও কিছুক্ষণ পরেই শুরু হয় প্রবল ঝড়। দমকা বাতাস আর ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। পড়েছে প্রচুর শিলাও। এমন সময় বিপদে পড়েছিলেন পথচারীরা। বৃষ্টি আর শিলার আঘাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন রাস্তার পাশের কোনো ভবনের ছাউনির নিচে। এদিকে ঝড়ের কারণে নদীতে নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটি। সংস্থাটির উপপরিচালক আলমগীর কবির বলেন, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিলে আমরা নৌ চলাচল বন্ধ রাখি। আজকে সকালেও এক ঘন্টা নৌ চলাচল বন্ধ রেখে ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর আবার চালু করা হয়েছে। এখনও বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় কেটে গেলেই নৌ চলাচল আবার স্বাভাবিক করা হবে। মিরপুর এলাকায় মেট্রো রেলের কাজের জন্য এই সড়কে এমনিতেই বেশিরভাগ সময় যানজট লেগে যায়। এর পর বৃষ্টির পানি সড়কে জমে থাকায় গাড়িগুলো ঠিক মত চলতে পারছে না। তাই যানজটের অবস্থা সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় আনতে কাজ করছে পুলিশ। বিষয়টি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, ওই এলাকার ৮ থেকে ৯টি খাল দখল হয়ে গেছে। এসব খালের দায়িত্বে রয়েছে ঢাকা ওয়াসা। কিন্তু ওয়াসা সে দায়িত্ব পালন করছে না। সে কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঢাকা উ: সিটির মতে, কালশী থেকে মিরপুর পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। এজন্য গত সোমবার আমরা বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়ে বসেছি। এর একটা সমাধান হতে হবে। এটার জন্য সিদ্ধান্ত দিয়েছি। এই এলাকার ৮-৯টি খাল দখল হয়ে গেছে। খাল উদ্ধারের জন্য আমাদের সবাইকে অ্যাকশনে যেতে হবে। এর পর দেখবো কী ব্যবস্থা নেয়া যায়। খালের দায়িত্ব হচ্ছে ওয়াসার। আর পাড়ের দায়িত্ব ডিসির। সাংবাদিক খালটি পুরোপুরি ভরাট হয়ে গেছে। উ: সিটির মতে, আমাদের যা কিছুআছে তাই নিয়ে কাজ করবো। যদিও খালে আমাদের হাত দেয়ার কথা না। দরকার হলে তবুও দেবো। জনস্বার্থে কাজ করে যাবো। খুব দ্রুত এটার সমাধানে যেতে হবে। আর মেট্রোরেলের কারণেও অনেক ড্রেন ভরাট হয়ে গেছে।
প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়ন কাজে আশপাশের পরিবেশ বিনষ্ট করা যাবে না। যার যে দায়িত্ব তাকে সেটা পালন করতে হবে। বিষয়টির প্রতি সচেতন মহলের সু-দৃষ্টি দেয়া প্রয়োজন বলে বিজ্ঞমহল মনে করেন।

মো. ওসমান গনি

লেখক – সাংবাদিক ও কলামিস্ট

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments