মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাবিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক প্রতিবন্ধীর আবেদন

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক প্রতিবন্ধীর আবেদন

জয়নাল আবেদীন : ছেলেটির নাম এরশাদ হোসেন ।শারীরিক প্রতিবন্ধী । ওর বাম হাতটি নেই তবুও
একটি হাতের সাহায্যে অনেক কষ্টে লেখাপড়া করে ভর্তি হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ।
এ বছর মানবিক বিভাগ থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে প্রথম শিফটে পরীক্ষা দিয়ে
প্রতিবন্ধী কোটায় দ্বিতীয় তম হয়ে উত্তীর্ণ হয় সে। এরশাদ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী
ইউনিয়নের চর নিজ গড্ডিমারী গ্রামের দিনমজুর ইয়াদ আলী ও মা ফিরোজা খাতুনের ছেলে। এক বোন পাঁচ
ভাইয়ের মধ্যে এরশাদ দ্বিতীয়।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি চার মাস পেরিয়ে গেলেও অর্থের অভাবে বই, খাতা ও আনুসাঙ্গিক জিনিসপত্র কিনতে পারেনি
সে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হলের ২য় তলায় কোনরকমে মাথা গোঁজার ঠাই করে নিয়েছেন। জানা
যায়, ছোটবেলায় তিস্তা নদীর পাড়ে খেলতে গিয়ে বাম হাত ভেঙ্গে ফেলে এরশাদ হোসেন। অনেক চিকিৎসা করেও
হাতটি ভাল হয়নি তার। এক সময় হাতটিতে পচন ধরে যায়। পরে তার পরিবার সাহায্য নিয়ে রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে এনে হাতটি কেটে নেন। দরিদ্র বাবা-মা চিকিৎসার ব্যায়ভার বহন করতে না পারায় শেষ
পর্যন্ত বাম হাতটি হারাতে হয় এরশাদকে।
দিনমজুরী করে সংসারের খরচ চালান ইয়াদ আলী। পরিবারের সদস্য সংখ্যা ৮ জন। বাড়ি ভিটে ৫ শতক জমি
ছাড়া কিছুই নেই তাদের। ছেলের পড়াশুনায় আগ্রহ থাকায় অনেক কষ্টে খেয়ে না খেয়ে পড়াশুনা করিয়ে তাকে
বিশ্ববিদ্যলয়ে ভর্তি করান। কিন্তু ছেলের পড়াশুনা খরচ চালাতে না পেরে হতাশায় ভুগছেন ইয়াদ আলী।
এরশাদ হোসেন বলেন, শারীরিক প্রতিবন্ধকতার চেয়েও সংসারের অভাব-অনাটনই পড়ালেখায় সবচেয়ে বেশি
বাঁধা হয়ে দাঁড়িয়েছে । কেউ আমার পড়াশুনার খরচ বহন করলে হয়তো আমার স্বপ্নটা পূরণ হত। ভবিষ্যতে
আমি বিসিএস ক্যাডার হতে চাই। সমাজের বিত্তবানরা তার পাশে দাঁড়ালে ভবিষ্যতে তার স্বপ্নটা পূরণ হবে।
সমাজের বিত্তবান ও সহৃদয়বান শারীরিক প্রতিবন্ধী এরশাদ হোসেনকে সহযোগিতা করতে পারেন। যোগাযোগঃ
এরশাদ হোসেন -০১৭৯৭-৬৪৯০৮৬ (বিকাশ), -০১৭৯৭-৬৪৯০৮৬৬ (ডাচবাংলা, রকেট) অথবা উক্ত
নাম্বারের তার সাথে যোগাযোগ করতে পারেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments