বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসম্পাদকীয়নুসরাত হত্যার সঠিক বিচার চায় দেশবাসী

নুসরাত হত্যার সঠিক বিচার চায় দেশবাসী

মো. ওসমান গনি: সারাদেশে একের পর এক খুন, হত্যা,ধর্ষণ অপ্রত্যশিতভাবে বেড়েই চলছে।কোনক্রমেই যেন তা প্রতিরোধ করা যাচ্ছে না। এর মূল কারন হলো স্বল্পতম সময়ে পূর্বের ঘটনাগুলির সঠিক বিচার না হওয়া।আমাদের দেশে নুসরাতের আগে যে সমস্ত নারীসংক্রান্ত ঘটনা ঘটছে তা যদি খুব সময়ে বিচারের আওতায় এনে সঠিকভাবে বিচারকার্য সম্পাদন করতে পারত তাহলে পূনরায় এ সমস্ত ঘটনা ঘটত না। এ চলমান ধারা অব্যাহত থাকলে আমাদের ভবিষ্যত জীবন অন্ধকার। চীনা ক্যালেন্ডারে কোনো বছর হয় ড্রাগনের, আবার কোনো বছর হয় প্রাণীর নামে। সেখানে আমাদের বছরের শুরুটাই হয় আগুন, সড়কে মৃত্যু, লেখক হত্যাকাণ্ড, গলাকেটে খুন, চাপাতি-হাতুড়ির আঘাত ও লাগাতার ধর্ষণের মধ্য দিয়ে। এতসব ঘটনার পরও আমরা যেন সাঁতার না জানা মানুষের মতোই এলোমেলো হাত-পা ছোড়া প্রতিবাদ করে তলিয়ে যাই গভীর জলে। আমাদের বিপর্যয়ের ক্যালেন্ডারের পাতায় এক-একটা দিন হয় ইয়াসমিন, নুরজাহান অথবা নারায়ণগঞ্জের কিশোর কবি ত্বকীর বা সাগর-রুনির। একইভাবে তনু-আফসানা-সুবর্ণচর-অরিত্রী-মীম-বিউটি থেকে শুরু করে আমাদের বর্তমান সময়ের নাম এখন নুসরাত। মৃত্যুশয্যায় থাকা পোড়া জীবনের পোড়া বুক থেকে উঠে আসা শেষ উচ্চারণ ছিল- ‘আমি এই অন্যায়ের প্রতিবাদ করেই যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি সারা বাংলাদেশের কাছে বলব, সারা পৃথিবীর কাছে বলব এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য।’ নুসরাত তা-ই করে গেছে। জীবনটা তার প্রতিবাদ, মৃত্যুও যেন শ্রেষ্ঠতম প্রতিবাদ। প্রতিবাদ করে করেই এগোতে চেয়েছে নুসরাত। যখন তাকে উত্ত্যক্ত করেছিল বখাটেরা, তখনো নুসরাত করেছিল প্রতিবাদ। মাদ্রাসার অধ্যক্ষ লম্পট সিরাজ যখন তাকে লাঞ্ছিত করতে চেয়েছে, তখনো করেছে প্রতিবাদ। যখন তার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে, বাঁচার আশা সামান্য, তখনো তার যন্ত্রণার গহ্বর থেকে উচ্চারিত হয়েছে, আমি সারা পৃথিবীর কাছে বলব। পৃথিবী ও নিষ্ঠুর সীমারের পৃথিবী, তুমি কি শুনতে পাচ্ছ তোমার কন্যার ডাক?আজ সেই নুসরাত নেই আমাদের মাঝে। লক্ষ-কোটি মানুষের আবেগের ঘরে হানা দিয়ে চোখের জল নামিয়ে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে নুসরাত। টানা ১০৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নুসরাত আজ না ফেরার দেশে। গতকাল১১ এপ্রিল( বৃহস্পতিবার) ঢামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকাল৫টা ৫০ মিনিটের দিকে সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামের মাওলানা একেএম মুসার মেয়ে নুসরাতের নিথর দেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় মো. ছাবের সরকারি পাইলট হাইস্কুল মাঠে। এর আগে নেয়া হয় তার বাড়িতে। বাবার ইমামতিতে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাদির পাশে অন্তিম শয়নে শায়িত করা হয় নুসরাতকে। এরআগে বিকালে নুসরাতের মরদেহ পৌঁছানোর আগেই বাড়ির চারপাশে জড়ো হয় বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মানুষ। নুসরাত আমাদের ছেড়ে চলে গেলেও অধ্যক্ষ সিরাজ উদ দৌলা, যার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। সে লম্পট সিরাজ ও তার সিন্ডিকেটের সদস্যরা রয়ে গেছে পৃথিবীর বুকে। ছাত্রীদের শ্লীলতাহানি, আর্থিক দুর্নীতি এবং নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় তিন দফা কারাভোগ করা ব্যক্তি অধ্যক্ষ সিরাজ। কিন্তু স্থানীয়ভাবে শক্তিশালী একটি বলয় তৈরি করে মাদ্রাসার নিয়ন্ত্রণ শক্তভাবে নিজের হাতে রাখায় কেউ টু শব্দটিও করতে পারতেন না তার বিরুদ্ধে। তার এ চক্রে রয়েছে ১০ থেকে ১২ জন। জানা গেছে, ওই চক্রের মধ্যে নিহত নুসরাত জাহান রাফির ভাইয়ের মামলায় আসামি হন পাঁচজন। তারা হলেন- আফছার উদ্দিন, মাকসুদ আলম, আবদুল কাদের, নুর উদ্দিন ও শাহাদাত হোসেন ওরফে শামীম। পুলিশ অভিযান চালিয়ে শুধু আফছার উদ্দিনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকি সদস্যরা নুসরাতের মৃত্যুর সংবাদ শুনেই গা ঢাকা দিয়েছে। স্থানীয়রা জানায়, মাকসুদ আলম সোনাগাজী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য। অধ্যক্ষ সিরাজকে সব সময় সহায়তা দেন তিনি। গত ২৭ মার্চ অগ্নিদগ্ধ নুসরাতের শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে নামলে তিনি অধ্যক্ষের অনুগত লোকদের নিয়ে বাধা দেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার হয়। ফলে এ ঘটনায় সোনাগাজী সদরে আর কোনো কর্মসূচি পালিত হয়নি। আর নুর উদ্দিন ও শাহাদাত হোসেন দুজনই মাদ্রাসার ছাত্র ছিলো। অধ্যক্ষের যেকোনো অপকর্মের দোসর তারা। নুসরাতকে ২০১৭ সালে একবার চুন নিক্ষেপ করে নুর উদ্দিন। তারা কেউই এখন এলাকায় নেই। সোনাগাজী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিমের মতে,, মাদ্রাসার দোকানপাট ভাড়াসহ বিভিন্ন খাত থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা আয় হয়। আয়ের একটি অংশ অধ্যক্ষ তার অনুগত লোকজনের জন্য খরচ করেন। তাদের মধ্যে নুর উদ্দিন ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করতে পারলেই ছাত্রীর ওপর হামলাকারী বোরকাপরা চারজনের পরিচয় মিলবে।মাদ্রাসা কর্তৃপক্ষের মতে, গত বছরের ৩ অক্টোবর অধ্যক্ষ সিরাজ উদ দৌলা আলিম শ্রেণির আরেক ছাত্রীকে যৌন হয়রানি করেন। প্রতিকার চেয়ে মেয়েটির বাবা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে অভিযোগ দিয়েছিলেন। চিঠির অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও দেয়া হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং যে তিনজন শিক্ষক অধ্যক্ষের যৌন হয়রানির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তাদের কারণ দর্শানোর চিঠি দেন অধ্যক্ষ। ওই তিন শিক্ষক হলেন- আরবি বিভাগের প্রভাষক আবুল কাশেম এবং জ্যেষ্ঠ শিক্ষক বেলায়েত হোসেন ও হাসান আহমেদ। অধ্যক্ষের রোষানলে পড়ে তিনজনই কোণঠাসা হয়ে পড়েন।বর্তমানে অধ্যক্ষের চরিত্র নিয়ে অনেক অভিযোগ উঠে আসছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে সব অভিযোগ পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।গত ৬ এপ্রিল অগ্নিদগ্ধ ছাত্রী নুসরাতকে উদ্ধার করতে আসা দুজনের একজন হলেন মাদ্রাসার নৈশপ্রহরী মো. মোস্তফা। পুলিশের একজন সদস্যকে নিয়ে ওই মেয়েকে উদ্ধার করে হাসপাতালেনেয়ার ব্যবস্থা করেন মোস্তফা। তারমতে, অধ্যক্ষ সিরাজ উদ দৌলা পরপর দুটি শ্লীলতাহানির ঘটনায় ধরা পড়েন। এর আগেও নিজ দপ্তরে তাকে একাধিকবার মেয়েদের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেছি। দেখে ফেলায় তিনি আমাকে চাকরিচ্যুত করার হুমকি দেন।ফেনীতে উম্মুল কুরা ডেভেলপার্স নামের একটি কথিত সমবায় প্রতিষ্ঠান আছে। অধ্যক্ষ সিরাজ এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমা পাওয়া টাকা তিনি আত্মসাৎ করেন। এ ঘটনায় চেক প্রতারণাও অর্থ আত্মসাতের ঘটনায় সিরাজ উদ দৌলার বিরুদ্ধে ১ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকার মামলা হয়। এ বিষয়ে আদালতে দায়ের হওয়ামামলায় (সিআর ৯৪/১৮ নম্বর) গত বছরের ১০ জুলাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরে জামিনে মুক্ত হন তিনি।এছাড়া তার বিরুদ্ধে মাদ্রাসা তহবিলের ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। ২০১৪ সালে নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় সিরাজ উদ দৌলা ২০১৭ সালে কারাভোগ করেন। মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারনামীয় বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া অধ্যক্ষের ভাগ্নি উম্মে সুলতানা পপি ও যোবায়ের আহম্মেদকেও গতকাল ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।পরিশেষে বলতে চাই আমাদের দেশে নুসরাত সহ পূর্বেকার সকল হ্ত্যাকান্ডের স্বল্পতম সময়ে সঠিক বিচার চায় দেশবাসী।

মো. ওসমান গনি

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments