শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে লিফলেট বিতরণ

চান্দিনায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে লিফলেট বিতরণ

মো: ওসমান গনি: কুমিল্লার চান্দিনা পৌরসভায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে লিফলেট বিতরণ করেন- পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। বৃহস্পতিবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানও পরিচালিত হয়।

মেয়র মো. মফিজুল ইসলাম জানান, চান্দিনা পৌরসভার ফুটপাত ও রাস্তা দখল করে ডিসপ্লে বোর্ড ও অন্যান্য মালামাল রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। অভিযানের সময় তিনি,- রাস্তায় নির্ধারিত স্থান ছাড়া যারা গাড়ি পার্কিং করে মালামাল লোড আনলোড করেন তাদের সতর্ক করার জন্য ওই লিফলেট বিতরণ করেন। অন্যথায় পৌরসভার বিধি মোতাবেক ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- পৌর সচিব মো. ইউসুফ আলী, চান্দিনা বাজার বণিক সমিতির সভাপতি মো. এরশাদ আলী ভুইয়া, পৌর কাউন্সিলর আবদুর রব, কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, চান্দিনা বাজার ইজারাদার মো. আলী হোসেন, ব্যবসায়ী নেতা আবু তাহের মুন্সী, আবদুল হান্নান স্বপন, জাকির খন্দকার, মো. মনির হোসেন, আবু কাউসার, মোজাম্মেল হক প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments