বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসম্পাদকীয়অচল অবস্থায় রাষ্ট্র কি, সচল অবস্থার চেয়েও কল্যাণকর ?

অচল অবস্থায় রাষ্ট্র কি, সচল অবস্থার চেয়েও কল্যাণকর ?

নাজমুল হক: ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে পরবর্তী বছরকে অর্থাৎ ২০১৫ সালের বর্ষপূর্তিকে বর্তমান সরকার “গণতন্ত্র মুক্ত দিবস” হিসেবে পালন করে অন্য দিকে মাঠের বিরোধী দল বি.এন.পি এইদিনটিকে “গণতন্ত্র হত্যা দিবস” হিসেবে পালন করতে গিয়েই শুরু হয় রাজনৈতিক অস্থিতিশীলতা। যার ধরুন কঠোর কর্মসূচি হিসেবে লাগাতার হরতাল-অবরোধ ঘোষনা করে বি.এন.পি। যা ৫ জানুয়ারী ২০১৫ থেকে শুরু হয়ে অঘোষিত ভাবে আজও চলছে , কারন আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে আজও এই অবরোধ প্রত্যাহার করা হয়নি। অন্য দিকে সরকারকে এই রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ন্ত্রেনের জন্য কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। তৎকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বি.এন.পি-জামায়াতের ৪০ জন নেতাকর্মী ক্রসফায়ারে নিহত হয়। বড় দুই দলের মুখোমুখি অবস্থানের জেরে ২০১৫ সালের জানুয়ারি-মার্চ পর্যন্ত প্রায় তিন মাস বি.এন.পি-জামায়াতের দেওয়া হরতাল-অবরোধে দেশ একধরনের অচলই হয়ে গিয়েছিল, তবে নেতিবাচক শুনালেও বাস্তবতা হচ্ছে সে অচল অবস্থায়ও আমাদের কিছু অর্জন ছিল। গত ০৫/০৭/২০১৯ একটি জাতীয় দৈনিকে দেখলাম , বাংলাদেশে চিকিৎসা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে চালু হলো বিশ্বের বৃহত্তম বার্ন হাসপাতাল “শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’’ ৯১২ কোটি টাকা ব্যয়ে প্রায় ২ একর জমিতে ১৮ তলা বিশিষ্ট এই বিশেষায়িত ইনস্টিটিউট গত বছর ২৪ অক্টোবর উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে চিকিৎসা সেবা কার্যক্রমের শুরুর মাধ্যমে ০৪/০৭/২০১৯ইং তারিখে এর যাত্রা শুরু হয় । এতে বার্ন ইউনিট , প্লাস্টিক সার্জারী ইউনিট এবং একাডেমিক উয়িং মিলে ৩ টি ব্লক আছে। ১৯৮৬ সালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডে ৫ টি বেড নিয়ে বার্ন বিভাগ চালু করেন দেশের প্রথম প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা: মোহাম্মদ শহিদুল্লাহ। পরবর্তীতে ডা: সামন্তলালের প্রচেষ্টায় ২০০৩ সালে সেইটি ৫০ বেডের পূর্ণাঙ্গ ইউনিট হিসেবে কাজ শুরু করে। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এটি এখন ৫০০ শয্যার প্রতিষ্ঠান। মূলত ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২৭ জনের মৃত্যুর পর বার্ন ইউনিটের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। তবে ২০১৫ সালের ৫ জানুয়ারী শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতায় ৭২ জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণ করায় এবং একই বছর ২৭ জানুয়ারী ঢাকায় প্লাস্টিক সার্জারি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে আন্তর্জাতিক মানের একটি বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট স্থাপনের ঘোষনা দেন মাননীয় প্রধানমন্ত্রী। ঐ বছরের নভেম্বরেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) সভায় এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয় । যাই হউক তৎকালিন রাজনৈতিক অস্থিতিশীলতায় প্রেক্ষিতে আমরা পেলাম বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট যা আমাদের জন্য এক বিশাল অর্জন। তবে বারবার ভাবতে ছিলাম , উন্নত বিশ্বে কেন এর চেয়ে বড় বার্ন ইনস্টিটিউট নেই ? পরক্ষনেই চিন্তায় আসলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ বা অষ্ট্রেলিয়ায় হয়তোবা আমাদের মত এত বড় বার্ন ইনস্টিটিউটের প্রয়োজন হয় না। কারণ তাদের অগ্নীনির্বাপক ব্যবস্থা যথেষ্ট উন্নত ও সচেতনতা অনেক বেশি এবং তাদের রাজনীতিতে আগুন সন্ত্রাস পুরোপুরি অনুপস্থিত , তাই এত বড় বার্ন হাসপাতাল তাদের অপ্রয়োজনীয় বলেই আমার ধারণা । আমার এক বন্ধু আমেরিকায় একটি কাপড়ের গুদামে (Warehouse) এর দায়িত্বে ছিল সে জানালো বিগত ২০ বছরে ঐ প্রদেশে তার গুদাম ছাড়াও অন্যান্য দাহ্য গুদামেও কখনও আগুন লাগার ঘটনা নেই। কারণ তারা এই ব্যাপারে প্রস্তুতির পাশাপাশি ব্যাপক সচেতনও বটে যেমন- ঐ গুদামগুলোর কোনটিতেই বিদ্যুৎ সংযোগ নেই (বিদ্যুৎ না থাকলে শর্টসার্কিটের সুযোগ নেই) ঐ গুদামগুলোতে রাতে চার্জলাইট নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক কম্বল ব্যবহারের জেরে কয়েলের নিষিদ্ধকরণ থাকায় প্রায় ২০০ বছরের মধ্যে অগ্নিসংযোগের ঘটনা আছে কিনা আমার জানা নেই । অর্থাৎ সচেতনতা অগ্নিনিরোধের প্রথম পদক্ষেপ। আমাদের সচেতনতার যথেষ্ট অভাবের ধরুন, ভয়ঙ্কর অগ্নিকান্ডের ঘটনা দিন দিন হ্রাস না পেয়ে বরংচ বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সালের (জানুয়ারি-মার্চ) এর রাজনৈতিক অস্থিতিশীলতায় আমরা কি পেলাম এবং কি হারালাম? কি হারালাম তার এক ধরনের প্রতিবেদন আমাদের সবার জানা আছে। কিন্তু পাওয়ার বিষয়টি হয়তোবা আমাদের অনেকের নজরে নেই। প্রথমত ঃ পৃথিবীর সবচেয়ে বড় বার্ন হাসপাতাল পেলাম। দ্বিতীয়ত ঃ অনেক মানুষের জীবন রক্ষা পেল। মনে মনে ভাবছেন ৭২ জন জলজ্যান্ত মানুষ যেখানে রাজনিতীর ভয়ঙ্কর আগুনে দগ্ধ হয়ে নির্মম মৃত্যু বরন করে সেখানে আবার অনেক মানুষের জীবন কিভাবে রক্ষা পেলো ? জানুয়ারি-মার্চ পর্যন্ত চলমান অবরোধে ৭২ জনের মৃত্যু হলেও রক্ষা পেয়েছে তার চেয়ে ৯ গুন মানুষ যেমন- অবরোধ না থাকলে প্রতিদিনের সড়ক দূর্ঘটনার হিসেবে নূন্যতম ৭ জনের মৃত্যু হতো (সরকারি হিসেবে) কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর হিসেবে প্রতিদিন ৫৭ জনের মৃত্যু হিসাব করলে ৭৩ গুন অথবা সর্বশেষ ৩ মাসের সড়ক দূর্ঘটনার হিসাব করলে (বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষার জাতীয় কমিটি ) তথ্য অনুযায়ী ১২১৫ জনের প্রাণহানী হয়েছে অর্থাৎ গড়ে ১৩ জনের হিসেবে জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত হিসেব করলে ১৭গুন মানুষ জীবন হানি থেকে রক্ষা পেয়েছে। তৃতীয়ত ঃ BUET এর Accident Research Institute (ARI) এর হিসাব মতে প্রতিদিন আমাদের যানজটে ৫০ লক্ষ শ্রমঘন্টা নষ্ট হচ্ছে যা অবরোধের সময় হয় না। চতুর্থত ঃ বিশ্ব ব্যাংকের হিসাব মতে তৎকালিন রাজনৈতিক অস্থিতিশীলতায় (জানুয়ারী ২০১৫ – মার্চ ২০১৫) পর্যন্ত বাংলাদেশের আর্থিক ক্ষতি হয় ১৭,১৫০ কোটি টাকা। অন্যদিকে স্বাভাবিক সময়ে দূর্ঘটনায় বার্ষিক ক্ষতি হয়- ৪০,০০০ কোটি টাকা সে হিসেবে ৩ মাসের ক্ষতি ১০,০০০ কোটি টাকা অন্যদিকে যানজটের জন্য বার্ষিক সার্বিক ক্ষতি প্রায় ৩৭০০০ কোটি টাকা সেই হিসেবে ৩ মাসের ক্ষতি ৯২৫০ কোটি টাকা অর্থাৎ যানজট ও দূর্ঘটনা মিলেয়ে প্রায় ১৯২৫০ কোটি টাকার ক্ষতি হয় অর্থাৎ স্বাভাবিক সময়ে যে ক্ষতি হয় অবরোধে ক্ষতি হয় তার চেয়েও কম। উপরোক্ত আলোচনা হতে অনেকেই ভাবছেন স্বাভাবিক পরিবেশের চেয়েতো অবরোধ হওয়ায় ভালো আসলেই কি তা ? অবশ্যই না , সংঘাতপূর্ন হরতাল-অবরোধ রাষ্ট্রীয় ভাবমুর্তী নষ্ট করে দেয়, স্থবির করে দেয় বৈদেশিক বিনিয়োগ। তাছাড়া ২০১৫ এর লাগাতার হরতালের জেরে বিরোধি রাজনীতির সবচেয়ে বড় অস্ত্রটি ( হরতাল-অবরোধ ) এখন আগের মতো কার্যকরী নেই অর্থাৎ ভোঁতা হয়ে গেছে । অন্যদিকে পরিসংখ্যান থেকে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার সড়ক ব্যবস্থার অংশের দূর্বলতার একটি করুন চিত্র ভেসে ওঠেছে অথচ BUET এর গবেষনা প্রতিষ্ঠান ARI জানায় সরকারের কার্যকরী পদক্ষেপে সড়ক ব্যবস্থার এই অব্যবস্থাপনার ৫০-৭০% ঠিক করা সম্ভব। অবশেষে বলতে চাই অচল অবস্থায় রাষ্ট্র যদি সচল অবস্থার চেয়ে কল্যাণকর হয় , তবে রাজনীতি বীদদের সচলতা দিয়ে রাষ্ট্রের কি লাভ ?

নাজমুল হক
শিক্ষক ও কলামিস্ট

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments