বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসম্পাদকীয়রাস্তার মাঝে বেষ্টনী কমিয়েছে সড়কের মৃত্যু

রাস্তার মাঝে বেষ্টনী কমিয়েছে সড়কের মৃত্যু

নাজমুল হক: বাড্ডা থেকে কুড়িল কুড়াতলী পর্যন্ত(প্রগতি সরণি) সড়কটি একসময় মৃত্যু ফাঁদ হিসেবে সকলের কাছে পরিচিত ছিল। পরিসংখ্যান থেকে জানা যায় বিগত সময়ে প্রতি বছর এই সড়কে ৭০-৮০ টি দূর্ঘটনায় ৩০-৪০ জনের মৃত্যু ছিলো অবধারিত । তবে ২০১৯ সালের মার্চে বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার জেব্রাক্রসিং দিয়ে পারাপারের সময় বাসের ধাক্কায় নিহত হওয়ার কিছু দিন পর রাস্তার মাঝে বেষ্টনী (মিডআইল্যান্ড বেরিয়ার) ও বসুন্ধরার ফুটওভারব্রীজের কাজ করে সিটি কর্পোরেশন। প্রায় ৫ ফুট দৈর্ঘ্য রাস্তার মাঝে তৈরি এই বেষ্টনী আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে এই সড়কের দুই পাশে বসবাসরত লক্ষ লক্ষ মানুষের। এই সমন্ধে শাহাজাদপুরের স্থানীয় বাসিন্দা ফজলুল করিম (প্রিন্স) যুগান্তরকে জানায় “এক সময় এই সড়কটিকে আমরা স্থানীয় ভাবে ‘অজরাইলের রাস্তা’ বলে জানতাম কারন প্রতি ১ বা ২ সপ্তাহের ব্যবধানে এই সড়কটিতে এক্সিডেন্ট হয়ে এক বা দুই জনের মৃত্যু ছিল নিশ্চিত”একই এলাকার স্থানীয় বাসিন্দা ইসরাত জাহান উর্মি যুগান্তরকে জানায় “বছর খানেক আগে এই সড়কে র্দূঘটনায় আমর ফুফু মারা যায়। আমার মেয়েকে সড়কের পূর্ব পাশের স্কুলে ভর্তি করিয়েছি প্রত্যেক বার রাস্তা পার হওয়ার সময় এখনও ভয়ে অন্তর কেঁপে উঠে। এই মুহুর্তে শাহাজাদপুরে একটি ফুট ওভারব্রীজ অত্যন্ত জরুরী” নর্দ্দা অধিবাসী ওমর ফারুক প্রতিবেদককে জানায় “সড়ক বেষ্টনী দেওয়ার পর দূর্ঘটনার মাত্রা ৯০% কমে গেছে। বিগত এক বছর মাত্র ৭/৮টি সড়ক দূর্ঘটনার ২ জনের মৃত্যুর খবর শুনেছি,অথচ আগে প্রতি বছর সড়ক দূর্ঘটনায় প্রায় ৪০-৪৫ জন মানুষ মারা যেত এই সড়কে” খিলবাড়ীরটেকের স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন (সুজন) প্রতিবেদককে কে জানায় “সড়কের মাঝে বেষ্টনী হওয়ায় মানুষ সুশৃঙ্খল হতে বাধ্য হয়েছে। প্রগতিস্মরনির সড়ক দূর্ঘটনা বর্তমানে ৯৫% হ্রাস পেয়েছে। তবে সড়কটিতে বড় একটি ত্রুটি রয়ে গেছে তা হলো শাহাজাদপুর কনফিডেন্স টাওয়ারের সামনে একটি ফুটওভারব্রীজ খুব জরুরী। কারণ প্রতিদিন এই পয়েন্ট দিয়ে পঞ্চাশ হাজারের অধিক লোক রাস্তা পারাপার হয়। রাস্তার দুই পাশে ছোট বড় ১২টি প্রাথমিক ও মাধ্যেমিক স্কুল থাকায় হাজার হাজার ছাত্র-ছাত্রী এই পয়েন্ট দিয়ে রাস্তা পারাপার হয় তাই আমি মনে করি এই পয়েন্ট ফুটওভার ব্রীজ অত্যন্ত জরুরী”। এই সমন্ধে ডিএনসিসি ১৮ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ জাকির হোসেন বাবুল প্রতিবেদককে জানান “রাস্তায় বেষ্টনী দিয়ে এই সড়কের দূর্ঘটনা প্রায় শূন্যর কাছা কাছি চলে এসেছে। আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার, এই সরকার সড়ক দূর্ঘটনা ও যানজট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে। তাছাড়া শাহাজাদপুরের সবচেয়ে ব্যাস্ততম স্থান কনফিডেন্স টাওয়ারের সামনে আরেকটি ফুটওভারব্রীজ বরাদ্দ দিয়েছে দ্রুত সময়ে এর কাজ শুরু হবে “। এই সমন্ধে প্রগতি সরণির আইল্যান্ড বেষ্টনীর প্রস্তাবক ট্রাফিক উত্তর বিভাগ , ডিএমপি,বাড্ডা জোনের সহকারী কমিশনার (এ.সি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন যুগান্তরকে জানায় মিডআইলেন্ড বেরিয়ার বা বেষ্টনী দেওয়ার পর প্রগতি সরণি সড়কটিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন যত্রতত্র কেউ সড়ক পার হতে পারেনা যার দরুন এই এলাকার যানজট হ্রাস পেয়েছে এবং সড়ক দূর্ঘটনা ব্যপক ভাবে হ্রাস পেয়েছে। তবে আমার প্রস্তাবিত মডেলের সম্পূর্ন অংশ বাস্তবায়ন না হওয়ার এর পূর্নাঙ্গ সুবিধা এই এলাকার মানুষ এখনও পাচ্ছেনা। এই সড়কটি সম্পূূর্ন দুর্ঘটনা ও যানজট মুক্ত করার জন্য আরো ৫ টি ফুটওভার ব্রীজ প্রয়োজন বিশেষ করে যমুনা ফিউচার পার্ক, শাহাজাদপুর ও লিঙ্ক রোডের ফুটওভার ব্রীজ খুব দ্রুত সময়ে ব্যবস্থা করতে হবে তা না হলে দূর্ঘটনায় প্রানহানীর আশস্কা রয়েছে। তাছাড়া ফুটওভার ব্রীজের বিকল্প হিসেবে বর্তমানে যে জেব্রাক্রসিং দেওয়া হয়েছে তাতে কোন সিগনাল লাইটের ব্যবস্থা নেই। এসব ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হওয়ার জেরে ঐ পয়েন্ট গুলোতে যানজটের সৃষ্টি হয়ে সাধারন মানুষ ভোগান্তিতে পরে। সেখানে সর্বক্ষনিক ২ জন ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হয় অথচ ফুটওভারব্রীজ করে দিলে ট্রাফিক পুলিশের আর প্রয়োজন হবে না, যানজট হ্রাস পাবে, সর্বোপরী ছাত্র-ছাত্রী বা সাধারন মানুষের জীবনের ঝুকি ব্যপকভাবে হ্রাস পাবে”।

নাজমুল হক
প্রভাষক ও কলামিস্ট
বনানী বিদ্যানিকেতন কলেজ
ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments