শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসম্পাদকীয়শ্লীল ও অশ্লীল প্রসঙ্গে - মমতাজ বেগম জয়া

শ্লীল ও অশ্লীল প্রসঙ্গে – মমতাজ বেগম জয়া

কখনও খোলসবিহীন শামুক দেখেছেন?
বলবেন দেখেছি।
তো কখন দেখেছেন!
নিশ্চয়ই হাঁসের বা কিছু মানুষের খাদ্য উৎপাদন হিসেবে দেখেছেন।
একটা বিষয় লক্ষ্য করেছেন?
শামুক কখনও নিজ থেকে খোলস ছাড়া থাকে না।
আমরাই তাকে খোলস ছাড়া করি।
শামুক খোলস থেকে তার নরম শরীর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বের করে।
কারণ সে জানে, খোলসবিহীন শরীরে তাকে বেমানান লাগে।
তার সমস্ত সৌন্দর্য জুড়ে আছে খোলসটি।
যেটা তার শরীরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতই করে না, তাকে শত্রুর আক্রমণ থেকেও নিরাপদ রাখে।

শামুককে যেমন খোলস ছাড়া বা আবরণ ছাড়া দেখতে ভালো লাগে না, ঠিক তেমনি মানুষকেও পোশাক ছাড়া দেখতে ভালো লাগে না।
অথচ কিছু মানুষ এতটাই নির্লজ্জ্ব আর বেহায়া যে দিনকে দিন উলঙ্গতার আন্দোলন করে। নগ্নতা যেন তাদের অধিকার।
আমি জানি না, নগ্ন নারী বা পুরুষের শরীরের কি সৌন্দর্য আছে যা পোশাক পরিধান করা নারী বা পুরুষদের মাঝে তারা দেখতে পায় না!
নগ্নতা যদি সম্মানের আর সৌন্দর্যের হত, তাহলে মানুষ জঙ্গলেই মানানসই হতো।

এ-ই যে কথায় কথায় আপনারা ফটোসেশান এর নামে যে সব নগ্ন বা অর্ধনগ্ন ভাবে পোজ দিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সব রকম মিডিয়ায় প্রকাশ করেন। আপনাদেরকে আমার বন্য শুকরের চেয়ে নিকৃষ্ট মনে হয়।

সুন্দর ও শালীন পোশাক মানুষের রুচিবোধ ও ব্যক্তিত্বের প্রমাণ দেয়।
সাধারণত কুরুচিপূর্ণ মনের অধিকারী হলেই কেউ অশালীন পোশাক ও নগ্নতা’কে প্রশ্রয় দেয়। সামান্য শামুক থেকেই শিক্ষা নিন। শরীরে আবরণ বা খোলস ছাড়া তাকে যদি বেমানান লাগে তবে আপনাকে পোশাক বিহীন কি করে সুন্দর লাগে!

*মমতাজ বেগম জয়া : লেখক ও সমাজচিন্তক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments