দিলরুবা মুন্না: দেখতে দেখতে এক বছর হয়ে এলো বিপাশা গুহঠাকুরতার চলে যাবার। ৩৬৫ দিন পার হবার পরেও এখনো কেমন অবিশ্বাস্য লাগে। কোনো দিন দেখা হয়নি তবুও তার সুন্দর, মায়াবী ব্যাক্তিত্ব অনুভব করতে পারতাম। প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের মাধ্যমেই তাঁকে জানা। সুমধুর কন্ঠের বিপাশা মানুষ হিসেবেও উদার আর বন্ধুত্বপরায়ণ ছিলেন বলেই আমার মনে হয়েছে। ফেসবুকে আমার পোস্ট গুলোতে তাঁর মন্তব্যগুলো আমায় প্রাণিত করতো সবসময়। আমার জন্য আরো বিশেষ ছিলেন কারণ আমাদের জন্মদিনও একই দিনে, ১৬ই আগস্ট। জন্মদিনে (তাঁর চলে যাবার আগে) বছর দুয়েক আমরা পরস্পরকে শুভেচ্ছা জানাতাম। এখন এইদিনে তাঁর স্মৃতি মনে বেদনা বয়ে আনে, আনবে।

২০২১ এ দেশে গিয়ে তাঁর সাথে একবারই ফোনে কথা হয়। এত আন্তরিক আর চিরচেনা মানুষের মত কথা বলেছিলেন যে এখনো যেনো শুনতে পাই।
কিছু কিছু মানুষ এমনই হোন কেমন অন্যরকম! মায়ায় বাঁধতে পারেন।
শ্রদ্ধায় স্মরণ করি।

দিলরুবা মুন্না : সঙ্গীতশিল্পী, আমেরিকা প্রবাসী।

Previous articleপাবনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান মে দিবস পালিত
Next articleযৌন নিপিড়নে অভিযুক্ত অধ্যক্ষের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।