শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
Homeসম্পাদকীয়জাওয়ান বনাম সুজন মাঝি - রফিক সুলায়মান

জাওয়ান বনাম সুজন মাঝি – রফিক সুলায়মান

রফিক সুলায়মান: আপাতদৃষ্টিতে দেলোয়ার জাহান ঝন্টুকে বাচাল মনে হতে পারে। কিন্তু তিনি এখনো মাটির স্বরকে ধরে রেখেছেন। তিনি এ যুগে এসে ‘সুজন মাঝি’ নামে মাত্র এক কোটি টাকা বাজেটের ছবি বানিয়েছেন। ছবির নাম এবং বাজেট বিস্ময়কর।

ধরি তামিল নায়ক রজনীকান্ত মহাশয়ের কথা। জেলার ছবিতে তাঁর পারিশ্রমিক ১১০ কোটি টাকা। থাগস অফ হিন্দুস্তান সিনেমা যদি হিট হতো তাহলে আমীর খানের মোট সম্মানি দাঁড়াতো ১৭০ কোটি টাকা। দক্ষিণ এশিয়ার এই বাজার ব্যবস্থায় ঝন্টু রিস্ক নিয়েছেন মাঝি নিয়ে, যার নায়ক ফেরদৌস। ফেরদৌস ফিল্মে আছে প্রায় ২৭/২৮ বছর। ঢাকা, কলিকাতা, বম্বেতেও সুপরিচিত। হিন্দি ছবি মিট্টি দেখেছি, কুলভূষণ খারবান্দার সাথে সমানতালে অভিনয় করেছিলো ফেরদৌস। ছবিটি চলে নি কেন বুঝতে পারলাম না। কিন্তু হঠাৎ বৃষ্টি সুপারহিট হয়েছিলো। স্মার্ট মুভি।

দেলোয়ার জাহান ঝন্টু চলচ্চিত্রের পাকা খেলোয়াড়। বম্বেতে যখন সেলিম-জাভেদ সুপারহিট লেখক, তখন ‘সেলিম জাভেদ’ নামে সিনেমা বানিয়েছেন। তাঁর ভাইকে দিয়ে অনেক ছবিতে সুর করিয়েছেন। আনোয়ার জাহান নান্টু সিনেমা ছাড়া আর কোন গানে সুর দিয়েছেন কিনা জানি না।

ঝন্টু সাহেব এখন একটা লড়াই করছেন। ৫০০ কোটি রুপি বাজেটের ‘জাওয়ান’ সিনেমার সাথে লড়ছেন ১ কোটি টাকা বাজেটের ‘সুজন মাঝি’ দিয়ে! লড়াই কিং খান বনাম ফেরদৌসের। স্মার্ট বাংলাদেশ যুগে মাঝিকে কি গ্রহণ করবে ডিজিটাল প্রজন্ম? আধুনিক মেকিং, দুর্দান্ত এফেক্ট, ঝকঝকে স্ক্রীনিং – সেই সাথে শাহরুখ খানের অনন্য অভিনয় আর নয়নতারার গ্ল্যামারের সাথে কেমন করে পাল্লা দেবে ‘সুজন মাঝি!’

‘জাওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছে। এ নিয়ে অনেক কথা হয়েছে। এর আগে পাঠানও এসেছিলো, তবে গ্লোবাল রিলিজের অনেক পরে। খুব একটা বিজনেস করতে পারে নি। অন্যদিকে সুজন মাঝির বাহন নৌকা। নৌকা আবহমান বাংলার বাহন। নৌকা মুক্তিসংগ্রামের প্রতীক। স্বাধীনতার প্রতীক। আশা করি বাংলার সিনেপাগল মানুষ ‘সুজন মাঝি’কে হতাশ করবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments