শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeশিক্ষাভিপি পদের ফল প্রত্যাখ্যান ছাত্রলীগের: শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুর

ভিপি পদের ফল প্রত্যাখ্যান ছাত্রলীগের: শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি পেলেন নুর

সদরুল আইন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদের ফলাফল প্রত্যাখ্যান করেছেন নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে জয় পাওয়া ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। এই পদে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে ফলাফল ঘোষণার পরপরই তিনি এ দাবি জানান।

এর আগে ফলাফল ঘোষণার পর থেকেই ফলাফলকে ভুয়া বলে দাবি করে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগ কর্মীরা।

তারা এই ফলাফল মানেন না বলেও স্লোগান দেন। এসময় সেখানে উপস্থিত গোলাম রাব্বানীর প্রতি ফলাফল প্রত্যাখ্যানের দাবি জানান তারা।

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নুরু। এর বাইরে সমাজ সেবা সম্পাদক বাদে সবগুলো পদেই জয় পেয়েছেন ছাত্রলীগের কর্মীরা।

কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূর ভিপি পদে জিতেছে ডাকসুতে।

অনিয়মের নানা অভিযোগ এবং অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে ২৯ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগ অন্য সব পদে জয়ী হলেও ভিপি পদটি জিতে নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূর।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments