শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeশিক্ষাবাকৃবিতে হাসিমুখের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বাকৃবিতে হাসিমুখের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

রাফী উল্লাহ, বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখের দ্বিতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সংঘটিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বাকৃবির ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে তারা একটি স্থায়ী ডাস্টবিন উদ্বোধন করে। পরে টিএসসি এর মিনি কনফারেন্স কক্ষে “পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২” শীর্ষক সম্মেলনের আয়োজন করা হয়। “বঞ্চিত তোর স্নিগ্ধ হাসি হৃদয় মাঝে বাজায় বাশিঁ” এই স্লেগানকে সামনে রেখে বঞ্চিতদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে বাকৃবির স্বেচ্ছাসেবী সংগঠন হাসিমুখ। বাকৃবির ক্যাম্পাসের সৌন্দর্য অক্ষুন্ন রাখার জন্য ২০১৮ সালের ২৬ মার্চ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-১ করেছিল তারা। সেই ধরিবিাহিকতায় আজ “পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২” চালনা করে হাসিমুখ স্বেচ্ছাসেবী সংগঠন। “পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হলে নিজেকে আগে পরিষ্কার থাকতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে যদি আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি তাহলে পরিবেশকে পরিচ্ছন্ন রাখা সহজ হয়ে যাবে। বাকৃবির ক্যাম্পসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হাসিমুখের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে সাধুবাদ জানান বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। অনুষ্ঠানে হাসিমুখ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি প্রফেসর ড. আবুসালেহ্ধসঢ়; মাহফুজুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক। এছাড়াও হাসিমুখ স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments