শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeশিক্ষাএইচএসসি পরীক্ষার প্রথম দিনে রংপুর বিভাগে অনুপস্থিত ১ হাজার ১শ ৬২

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রংপুর বিভাগে অনুপস্থিত ১ হাজার ১শ ৬২

জয়নাল আবেদীন: রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১ শত ২৬ জন। এ হার গত বছরের চেয়ে বেড়েছে। রংপুর বিভাগের দিনাজপুর বের্ডের অধিনে ৮ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৮ হাজার ১ শত ৫৫ জন। সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় উপস্থিত ছিল ৯৬ হাজার ৯ শঘত ৯৩ জন। মোট ১ শত ৯৯ টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর প্রথম দিনে অনুপস্থিতের সংখ্যা ছিল ১ হাজার ৬৩ জন। দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক হারুন উর রশিদ মন্ডল জানান,রংপুরে ৩৯টি কেন্দ্রে ২১ হাজার ১ শত ১৮ জন পরীক্ষাথীর মধ্যে উপস্থিত ছিল ২১ হাজার ১ শত ৪ জন। অনুপস্থিত ২ শত ১৪ জন। গাইবান্ধায় ২৯ টি কেন্দ্রে ১৪ হাজার ১ শত ৫৬ জনের মধ্যে উপস্থিত ছিল ১৩হাজার ৯ শত ৭১ , নীলফামারীতে ২৪টি কেন্দ্রে ১১ হাজার ৫ শত ৬৭ জনের মধ্যে ১১ হাজার ৪ শত ৪৩ জন, কুিড়গ্রামের ২২ টি কেন্দ্রে ১০ হাজার ৮ শত ২৩ জনের মধ্যে ১০ হাজার ৬ শত ৮৩ জন, লালমনিরহাটে ১১টি কেন্দ্রে ৬ হাজার ৫ শত ১৬ জনের মধ্যে ৬ হাজার ৪ শত ২৮ জন, দিনাজপুরের ৪০ টি কেন্দ্রে ১৯ হাজার ১ শত ৮৩ জনের মধ্যে ১৮ হাজার ৯ শত ৪৭ জন. ঠাকুরগাঁওয়ে ২০ টি কেন্দ্রে ৯ হাজার ৭২ জনের মধ্যে ৮ হাজার ৯ শত ৫২ জন এবং পঞ্চগড়ের ১২টি কেন্দ্রে ৫ হাজার ৫ শত ২০ জনের মধ্যে ৫ হাজার ৪ শত ৫৫ জন অনুপস্থিত ছিল। কোথাও কোন বহিস্কার অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি.

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments