বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে পরীক্ষা কেন্দ্রগুলোতে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা, বিদ্যুত না থাকায় ক্ষোভ প্রকাশ

রংপুরে পরীক্ষা কেন্দ্রগুলোতে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা, বিদ্যুত না থাকায় ক্ষোভ প্রকাশ

জয়নাল আবেদীন :রবিবার রাতে রংপুর এর আশপাশ এলাকায় ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় গতকাল সোমবার এইচ এসসি পরীক্ষার প্রথম দিনে রংপুর নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। রংপুর সরকারী বেগম রোকেয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর ২০ মিনিট পর বিদ্যুত চলে আসায় পরীক্ষারর্থীরা স্বস্তির নিশ্বাস ফেলেন। নগরীর পরীক্ষা কেন্দ্রগুলোতে বিদ্যুত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। সরকারী বেগম রোকেয়া কলেজের অধ্যাক্ষ মোবাখখারুল ইসলাম জানান, রাতে ঝড় হওয়ায় তার পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে অল্প সময় পরীক্ষা দিয়েছেন। সকাল দশটা কুড়ি মিনিটে বিদ্যুৎ চলে আসায় পরীক্ষার্থীদের আর কোন সমস্যা হয়নি বলে জানান তিনি। কয়েকজন পরীক্ষার্থী জানান, সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ নেই। ঘরগুলো অন্ধকার তাই বাধ্য হয়ে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা। রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা সাহাদত আলী জানান রবিবার রাতে ঝড় হওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় নগরীতে কিছুটা বিদ্যুতের সমস্যা হয়েছিল তবে সকাল সাড়ে এগারোটায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাবাভিক হয় বলে জানান তিনি। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান এবং প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে রংপুরের প্রশাসন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments