বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeশিক্ষাবাকৃবিতে প্যারাভেটদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে বিক্ষোভ

বাকৃবিতে প্যারাভেটদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে বিক্ষোভ

রাফী উল্লাহ: প্রাণী চিকিৎসায় ডিপ্লোমাধারী ও প্রশিক্ষণার্থীদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি, বাকৃবি ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি ভেটেরিনারি অনুষদের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশে বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি, বাকৃবি এর সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ মুরাদ, যুগ্ম সম্পাদক সুমন দে এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দসহ ভেটেরিনারি অনুষদের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, ভেটেরিনারিতে স্নাতকধারী ব্যক্তিরাই কেবলমাত্র প্রাণীচিকিৎসায় রেজিস্ট্রেশন পাওয়ার দাবি রাখেন। একটি মহল ভেটেরিনারি শিক্ষাকে অর্থহীন করার জন্য ডিপ্লোমাধারী ও প্রশিক্ষণার্থীদের রেজিস্ট্রেশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা ভেটেরিনারি পেশার জন্য হুমকিস্বরুপ এবং প্রাণী সম্পদের সুরক্ষায় বিরূপ প্রভাব ফেলবে। অবিলম্বে প্যারাভেটদের রেজিস্ট্রেশন বাতিল না করলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments