শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeশিক্ষারাবির ছাত্রী শ্লীলতাহানির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবির ছাত্রী শ্লীলতাহানির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের সন্তানদের প্রাইভেট পড়াতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কাজলা এলাকায় সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক বীথিকা বণিকের বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষকের ভাইকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম শ্যামল বণিক (৪৪)। ঘটনার প্রতিবাদে রাবি শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ ঘটনায় সাথে জড়িত রাবি শিক্ষকের ভাইয়ের সর্বোচ্চ শাস্তি ও প্রাধ্যক্ষ বীথিকা বণিকের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।

গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা হলেও শ্যামল বণিক বোন বীথিকা বণিকের বাসাতেই থাকত। বীথিকা বণিক বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ। শ্লীলতাহানির শিকার ছাত্রীর বাবা ৯৯৯-এ ফোন করলে মতিহার থানার পুলিশ বুধবার সকালে ওই ছাত্রীকে উদ্ধার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই ছাত্রী বীথিকা বণিকের বাসায় গিয়ে তাঁর সন্তানদের প্রাইভেট পড়াতেন। গতকাল মঙ্গলবারও তিনি প্রাইভেট পড়াতে যান। রাত সাড়ে ১০টার দিকে পড়ানো শেষ হয়। বৃষ্টি থাকায় বীথিকা বণিক ওই ছাত্রীকে রাতে তাঁর বাসায় থেকে যেতে বললে ছাত্রী রাজি হন। রাত দেড়টার দিকে বীথিকা বণিক হঠাৎ করেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে যান। রাত আড়াইটার দিকে শ্যামল বণিক ওই ছাত্রীর কক্ষে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেন। এ সময় ছাত্রী জোরে চিৎকার দিলে শ্যামল দ্রুত কক্ষ থেকে বের হয়ে যান। সকালের দিকে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান এবং তাঁর বাবাকে ফোন করেন। পরে ছাত্রীর বাবা ৯৯৯-এ ফোন করলে মতিহার থানার পুলিশ গিয়ে ছাত্রীকে উদ্ধার করে। শ্যামল বণিককেও সেখান থেকে আটক করা হয়। পরে ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে শহরের শাহ মখদুম থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আজ দুপুরে ওই ছাত্রী মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩ (সংশোধিত)–এর ১০ ধারায় মামলা করেন। এই মামলায় শ্যামল বণিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।’

গ্রেপ্তার শ্যামল বণিকের বোন অধ্যাপক বীথিকা বণিক বলেন, ‘মঙ্গলবার আমার স্বামীর মৃত্যুবার্ষিকী ছিল। ওই ছাত্রী আমার বাসায় আসার আগে আরেক মেয়ে আমার সন্তানদের পড়াতে এসেছিল। সে-ই ওই ছাত্রীকে আমার বাসায় থেকে যেতে বলে। আমি নিজে থেকে তাকে থাকতে বলিনি, তবে আপত্তিও করিনি। রাত দেড়টার দিকে হলে একটি সমস্যার কথা জানতে পারি। তাই ওই সময় হলে গিয়েছিলাম।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ‘ওই ছাত্রী আমাকে ফোন করেনি। পুলিশ আসার পর ঘটনা জানতে পারি।’

ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শ্লীলতাহানির শিকার রাবি ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শ্যামল বণিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

এ বিষয়ে মতিহার বিভাগের উপ পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাবি শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments