মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeশিক্ষাবাকৃবির ছাত্রী হলে আগুন

বাকৃবির ছাত্রী হলে আগুন

রাফী উল্লাহ,বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীদের আবাসিক হল বেগম রোকেয়া হলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে বেগম রোকেয়া হলের ‘এ’ ব্লকের ৫১৩ নম্বর রুমে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, ওই রুমের একজন ছাত্রী দীপাবলি উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে জানালার পাশে রেখে রুম তালাবন্ধ করে বাহিরে চলে যায়। ওই মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ওই ব্লকের অন্যান্য কক্ষের ছাত্রীরা আগুনের ধোয়া দেখতে পেলে হল কর্মচারীদের ডেকে আনে। তারপর কর্মচারীরা তালা ভেঙে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ওই ছাত্রীর বই-খাতা ও আসবাবপত্র পুড়ে যায়। তবে রুমের অন্য ছাত্রীদের কোন প্রকার ক্ষতি হয়নি বলে জানা যায়। এসময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে উপস্থিত হয়। এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে ওই হলের ছাত্রীদের মাঝে উত্তেজনা শুরু হয়। তখন তাড়াহুড়ো করে সিড়ি দিয়ে নামার সময় এক ছাত্রী আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল হক বলেন, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই হলের ওই কক্ষ পরিদর্শন করি। ঘটনাটি ছাত্রীদের সম্পূর্ণ অসাবধানতার কারণে ঘটেছে। ওই কক্ষের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে বিশ^বিদ্যালয় ও হল প্রশাসন এ ব্যাপারে ওই হলের ছাত্রীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments