শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাআক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে আব্দুল কুদ্দুস (৪০) নামের এক ব্যক্তি ট্রেনে কেটে মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার সময় আক্কেলপুর রেল ষ্টেশনের অদুরে তিন স্লিগনালের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারনা রাত আটটা থেকে সাড়ে ৮ টার মধ্যে তার মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কুদ্দুস উপজেলার ভিকনির উত্তর পাড়া গ্রামের মৃত জব্বার হোসেনের পুত্র। নিহত আব্দুল কুদ্দুসের বড় ভাই আব্দুল কালাম জানান,আজ শনিবার দুপুরে আমার ভাই বাড়ী থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ীতে না ফেরায় তার খোঁজ করার জন্য আমরা আক্কেলপুরে আসি। আক্কেলপুর রেলষ্টেশনে এস জানতে পারি ষ্টেশনের অদুরে একটি লাশ পড়ে আছে। তারাতারা গিয়ে দেখি সেই লাশ আমার ছোট ভাইয়ের। আমার ছোট ভাইয়ের কিছু টাকা ঋণ ছিল। ঋণের টাকা দিতে না পারলে বলত আমি আতœহত্যা করব। আজ তার মুখের কথা সে সত্য প্রমাণিত করল। হাস্তাবশন্তপুর গ্রামের মোহাসিন বলেন, ্#৩৯;সন্ধ্যায় আমি রেল লাইন দিয়ে হাটছিলাম। তখন দেখি একজন মানুষ রেল লাইনের উপরে শুয়ে আছেন। কাছে গিয়ে দেখি মারা গেছেন। তার গায়ে কাপড় ঠিক ছিল না। পরে আমি লাশটি লাইন থেকে একটু সরিয়ে রাখি।্#৩৯; আক্কেলপুর রেলষ্টেশন মাষ্টার খাতিজা খাতুন বলেন,সন্ধ্যার পর রাজশাহী গামী তিতুমীর(আন্তঃনগর) অথবা চিলাহাটিগামী বরেন্দ্র একèপ্রেসে ট্রেনে কাটাপড়ে সে নিহত হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ওসি মুনিরুল ইসলাম বলেন, রেল লাইনের উপরে এক ব্যক্তির লাশ থাকার বিষয়টি জেনে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধারের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments