বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeশিক্ষাভিসির অপসারণ চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জনে স্থবির জাবি

ভিসির অপসারণ চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জনে স্থবির জাবি

বাংলাদেশ প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ডাকে চলছে সর্বাত্মক ধর্মঘট। বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রমসহ ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
আজ সোমবার সারাদিন চলবে এই ধর্মঘট। সকাল ৮টা থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, কলা ও মানবিকী অনুষদসহ সব ভবনে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য অপসারণ মঞ্চ, প্রশাসনিক ভবন, বিভিন্ন অনুষদের সামনে অবস্থান করছে। এ সময় কলা ও মানবিকী অনুষদের সামনে শিক্ষক ও আন্দোলনকারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ সময় প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা ক্লাস-পরীক্ষা ও গবেষণা করতে চাই। কেউ আসতে চাইলে কাউকে বাধা দেওয়ার অধিকার কারো নেই।’
অপরদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেন, ‘আন্দোলন ঠেকাতে শিক্ষকরা পরীক্ষা দিয়ে রেখেছে। নিজেদের বেতন ও ভিসিকে বাঁচাতে মানববন্ধনে যাওয়ার সময় ক্লাস-পরীক্ষার কথা মনে থাকে না।’
ইতিহাস বিভাগের অধ্যাপক তারেক রেজার বিরুদ্ধে আন্দোলনকারীদের ব্যানার ছিঁড়ে ভবনের ভিতরে প্রবেশ করার অভিযোগও করা হয়।
আন্দোলনকারীদের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘শিক্ষক সমিতি একটি আলোচনার উদ্যোগ নিয়েছে। কিন্তু তারা দুর্নীতির তদন্ত করতে চায় না। তাদের এই আলোচনা স্ববিরোধী এবং তা ফলপ্রসূ হবে না।’
আলোচনায় অংশগ্রহণের বিষয়ে রায়হান রাইন গণমাধ্যমকে বলেন, এখনো আমরা সিদ্ধান্ত নেইনি।
তিনি আরো বলেন, ‘আজ সব ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। আমরা এমন কঠোর আন্দোলনে যেতে চাইনি। আমরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে আন্দোলন করতে চাই না। কিন্তু এত বড় একটা দুর্নীতি হলো সরকারের পক্ষে থেকে যে উদ্যোগ নেওয়ার কথা আমরা তেমন কিছু দেখিনি।’
আন্দোলনে শরিক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. দিদার বলেন, ‘দুর্নীতিবাজ উপাচার্যের অপসারণের দাবিতে সর্বত্মক ধর্মঘট চলছে। এত দিন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিতে যাইনি। এখন বাধ্য হয়েছি। আমরা কাউকে জোর করছি না বরং শিক্ষার্থীরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস-পরীক্ষা বর্জন করছে।’
গতকাল বিকেল ৫টায় প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে। জাবি উপাচার্যের দুর্নীতির তদন্ত ও উপাচার্যের পদত্যাগ দাবিতে গত একমাস ধরে চলছে এ আন্দোলন।
আন্দোলনের বিভিন্ন পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির খতিয়ান জাতির সামনে তুলে ধরে তাঁর অপসারণ দাবি করে। আন্দোলনে বিএনপি ও জামায়াত-শিবিরের মদদ আছে বলে অভিযোগ করে ভিসিপন্থী শিক্ষকরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments