শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeশিক্ষাবাকৃবিতে উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাকৃবিতে উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

রাফী উল্লাহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স কক্ষে কর্মশালাটির আয়োজন করে বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ^বিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির বলেন, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। শিক্ষাক্ষেত্রে, বাস্তবজীবনে এবং প্রতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নের জন্য আমাদের সকলের সঠিক ব্যবস্থাপনা মেনে কাজ করা উচিৎ। এছাড়াও বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার বিকল্প নেই। কর্মশালায় বাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, কর্মশালার প্রশিক্ষণদাতা হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মো. আকিব আবরার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী নাজমুস সালেহীন রাফি। কর্মশালায় বিশ^বিদ্যালয়ের ফুড টেকনোলোজি ও গ্রামীণ শিল্প বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments