রবিবার, মে ১৯, ২০২৪
Homeশিক্ষাবাকৃবিতে প্যাথলজি এ-এভিয়ান ডিজিস শীর্ষক কর্মশালা

বাকৃবিতে প্যাথলজি এ-এভিয়ান ডিজিস শীর্ষক কর্মশালা

রাফী উল্লাহ,বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘প্যাথলজি এ-এভিয়ান ডিজিস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি গ্যালারিতে এ কর্মশালার উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশের পোল্ট্রি শিল্পে গুরুতর রোগের সংক্রমণ পদ্ধতি এবং রোগের কারণ নির্ণয় করে আক্রান্ত টিস্যুর ল্যবরেটরিতে ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। ভেটেরিনারিতে রোগতত্ত্বের পূর্ব গবেষনা থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে রোগ নিরাময়ের জন্য নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পাবে। প্যাথলজি বিভাগের প্রধান ড. মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড.নাজিম আহমাদ, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান। এছাড়াও ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থকবেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. কোরি ব্রাউন এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার পোল্ট্রি প্যাললজি বিভাগের অধ্যাপক ড. কারমেন জেরী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments