শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeশিক্ষানুরের এনআরসিবিরোধী সমাবেশে ছাত্রলীগের হামলা

নুরের এনআরসিবিরোধী সমাবেশে ছাত্রলীগের হামলা

বাংলাদেশ প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়েছে।ভারতের এনআরসির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলা এক সমাবেশে তার ওপর এ হামলা চালায় ছাত্রলীগ। আজ মঙ্গলবার বিকেল ৪টায় এ হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে সিফাত নামের এক শিক্ষার্থী আহত হলে তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নেয়া হয়েছে। হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও আহত হয়েছেন।

সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দাবির প্রতিবাদে সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৪টায় এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা।

রাজু ভাস্কর্যে সমাবেশের প্রস্তুতি নেয়ার সময়ে হঠাৎ বাধা দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এক পর্যায়ে তারা ডাকসু ভিপি নুরুল হক সমাজসেবা সম্পাদক আখতার হোসন সহ বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হোসেন সহ অন্যদের উপর হামলা চালানো হয়েছে।
হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক বলেন, আমরা ভারতীয় আগ্রাসন এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজুতে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালায়। বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় নামক জায়গায় তারা আমাদের উপর হামলা করেছে। তাদের সরকার মদদ দিচ্ছে। এসময় নুর হামলার তীব্র নিন্দা জানিয়ে হুশিয়ারি দেয়।
হামলার শিকার আহত আখতার হোসেন সমাবেশের সামনে বসে বসে বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের আধিপত্য কায়েম হতে দিব না। সরকারের নীরব ভূমিকার জন্য দেশ আজ অন্যের হাতে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments