মো. মুখলেসুর রাহমান: দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে। অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় খসড়া বিল-২০২২ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীপরিষদ। এছাড়াও নওগাঁতে বঙ্গবন্ধু পাবলিক বিশ্বিবদ্যালয়ের অনুমোদনও দিয়েছে। মন্ত্রিসভা এই দুই পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার ব্যাপারে দুটি আইনে অনুমোদন দিয়েছে বলে জানা যাচ্ছে।

আজ সোমবার, ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, নতুন এই দুটি নিয়ে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ৫২টি।

এদিকে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে, নারী নেত্রী ও ঠাকুরগাঁও জেলা মহিলা লীগের সভাপতি দ্রোপদী দেবী আগারওয়ালা বলেন, দীর্ঘদিনের ঠাকুরগাঁও বাসীর অপেক্ষার অবসান হতে যাচ্ছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি চিরকৃতজ্ঞ ঠাকুরগাঁও বাসী।

Previous articleবিএনপি বিচ্ছিন্ন, আ’ লীগ সুসংগঠিত রাজনৈতিক দল: কাদের
Next articleঈশ্বরদীতে দিপা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, দোষীদের চিহ্ণিত করে শাস্তির দাবীতে বিক্ষোভ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।