বাংলাদেশ প্রতিবেদক: দেশীয় মূল্যবোধবিরোধী পোশাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় উচ্চ আদালতের অবস্থানকে অভিবাদন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী।
রোববার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন-সংলগ্ন প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পোশাকের ব্যাপারে বাংলাদেশের উচ্চ আদালতের এমন পর্যবেক্ষণকে অভিবাদন জানান তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়েদা খাতুন বলেন, আধুনিকতার কথা বলে আমাদের দেশের গুটি কয়েক নারী নগ্নতাকে ছড়িয়ে দিতে চায়। নগ্নতা যদি আধুনিকতা হয় তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক। দেশীয় পোশাক বলতে আমরা শালীন পোশাক বুঝি। শালীন পোশাক আমাদের দেশীয় সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
উল্লেখ্য, ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গত ১৮ মে নরসিংদী রেলস্টেশনে পোশাকের কারণে হেনস্তার শিকার হন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হলে নরসিংদী রেলওয়ে পুলিশ ভৈরব রেলওয়ে থানায় মামলা করে। এ ঘটনায় অন্যতম অভিযুক্ত মার্জিয়া আক্তার ওরফে শিলাকে পুলিশ গত ৩০ মে গ্রেফতার করে। গত মঙ্গলবার শিলার জামিন আবেদনের শুনানিতে উচ্চ আদালত এ বিষয়ে কথা বলেন।