শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৫

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ৫

বাংলাদেশ প্রতিবেদক: ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এসআই (নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া নেত্রকোনা জেলার পূর্বধলা থানাধীন জাওয়ানী সাকিন (মামলার ০১নং আসামীর শ্বশুড়বাড়)হইতে মামলার এজাহারনামীয় ১. সুলতান মাহমুদ(৫৫), পিতা-আঃ ছালাম , সাং-রঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ ২. আছিয়া খাতুন(৩৮), স্বামী-সুলতান মাহমুদ, সাং-জাওয়ানী, থানা-পূর্বধলা, জেলা- নেত্রকোনা, এপি সাং-রঘুরামপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সানকিপাড়া রেলক্রসিং এলাকা হইতে চুরি পুরাতন মামলায় আসামী ১।আবিজুর রহমান ওরফে রাজন(৩০), পিতা-আনিসুর রহমান, সাং- কোনাবাড়ি, গজারিয়া, থানা-ত্রিশাল, এপি-সাং-আকুয়া হাবুন বেপারীর মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ওল্ড পুলিশ ক্লাব রোড(স্বদেশী বাজার) মেহেদী টাওয়ার এন্ড শপিং সেন্টারের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১।সাফিউল হক সানি(২৬), পিতা-মোহন চৌধুরী, মাতা-সিবানী চৌধুরী, সাং-গোলপুকুরপাড় (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ২।রাজন মজুমদার(২৬), পিতা-মৃতঃ সৈলেন মজুমদার, মাতা-সবিতা মজুমদার, সাং-মধ্য বাজার হালুয়াঘাট, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ এপি –ভাটিকাশর বলাশপুর মড়লপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে আলামত মোট (৫০+২০)=৭০(সত্তর)পিস ইয়াবা ট্যাবলেট যাহার মোট ওজন ০৭(সাত)গ্রাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments