বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeশিক্ষাইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

মুখলেসুর রাহমান সুইট: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) প্রভোস্ট কাউন্সিলের আয়োজনে ও ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় আটটি হলের অংশগ্রহণে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

এতে প্রথম পর্বে শেখ রাসেল হল (সরকারি দল) ও দেশরত্ন শেখ হাসিনা হল (বিরোধী দল) অংশগ্রহণ করে। এসময় সরকারী দল অর্থাৎ শেখ রাসেল হল চ্যাম্পিয়ন হওয়ার হঢ। এ পর্বের প্রতিপাদ্য ছিল ‘আবাসিক শিক্ষার্থী ডাইনিংয়ে খেলে ডাইনিংয়ের খাবারের মান উন্নতি হবে’ । রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ রাসেল হলের টিভি কক্ষে ইট অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলের নেতৃত্ব দেন সায়েম আহমেদ (প্রধানমন্ত্রী), নাহিদ হাসান (মন্ত্রী) ও নাজমুস সাকিব (দলীয় সাংসদ)। বিরোধী দলের নেতৃত্ব দেন ফারিয়া ইসলাম (দলীয় নেতা), বিজিতা আবৃত্তি (উপনেতা), মাসুমা আক্তার চাদনী (দলীয় সাংসদ)।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ।

এসময় বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির কার্যনিবার্হী সদস্য ও প্রেসক্লাব সভাপতি আবু হুরাইরা স্পিকারের দায়িত্ব পালন করেন। এছাড়া ডিবেটিং সোসাইটির আহবায়ক নোমান ইবনে বাশারের উপস্থাপনায় রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস নীলা সহ বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সময় নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সাদিয়া।

এদিকে এ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব ইংরেজি মাধ্যমে রবিবার (১৩ নভেম্বর) রাত ৮টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের টিভি কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (সরকারি দল) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (বিরোধী দল) হিসেবে অংশ নেয়। এর মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (বিরোধী দল) চ্যাম্পিয়ন হয়েছে। এ পর্বে বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিল্ডিং অ্যাওয়ারনেস অ্যামোঙ্গ দ্যা স্টুডেন্ট ইজ এনাফ টু ক্লাব র‌্যাগিং ইন দ্যা ক্যাম্পাস’।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments