এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজে চার দিনব্যাপী ১৫ তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ক্যাডেট কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেনানিবাসের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামসহ অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও কলেজের শিক্ষকরা।

ক্রীড়া প্রতিযোগিতায় তিনটি হাউসের মোট ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে বড় ও ছোট এই দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

রাজিয়া হাউজ চ্যাম্পিয়ন ও বীর প্রতিক সিতারা হাউজ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

Previous articleজয়পুরহাটে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভা
Next articleমুলাদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।