বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে পানিতে ডুবে মো. শাওন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর  গ্রামে এই ঘটনা ঘটে। শাওন ওই গ্রামের মো. আল আমিনের ছেলে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে কাজের ব্যস্ততার মধ্যে শাওন বাড়িতেই খেলতে ছিলো। কোনো এক সময় সে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। সাড়ে ১০টার দিকে শাওনকে কোথাও না দেখে খোঁজ শুরু হয়। একপর্যায়ে বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Previous articleজয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
Next articleকালিহাতীতে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।