শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeশিক্ষাইবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন: ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৫ জনের আবাসিকতা বাতিলের...

ইবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন: ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৫ জনের আবাসিকতা বাতিলের সিদ্ধান্ত

মোঃ মুখলেসুর রাহমান: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনার সততা পেয়েছে তদন্ত কমিটি। একইসঙ্গে অভিযুক্ত পাঁচ ছাত্রীর আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন। সোমবার বিকেলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদেরকে আগামী বুধবার ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।

অভিযুক্তরা হলেন, শাখা ছাত্রলীগ নেত্রী ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরি অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান। তারা চারজনই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সভায় অভিযুক্তদের দেশরত্ন শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের সুপারিশ কর্তৃপক্ষ বরাবর প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হালিমা আক্তার উর্মির বিবৃতিতে উল্লিখিত তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় হলের আবাসিক শিক্ষক ড. আহসানুল হক, ড. নূরুল ইসলাম, ইসরাত জাহান, আসমা সাদিয়া রুনা ও মৌমিতা আক্তার উপস্থিত ছিলেন।
তবে উল্লেখ্য যে,ফুলপরীকে নিপীড়নের ঘটনায় ইবি শাখা ছাত্রলীগের করা তদন্ত কমিটি এ ঘটনার সত্যতা খুজে পায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments