তাসদিকুল হাসান,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩ সেপ্টেম্বর। শনিবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিজ্ঞপ্তিতে ক্লাস শুরু বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। মেধাতালিকা প্রকাশ, বিভাগ (বিষয়) মাইগ্রেশন ও ভর্তি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।