মোঃ জালাল উদ্দিনঃ মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ইং, দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখা’র উদ্যোগে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ পৌর শাখা’র সভাপতি সৈয়দ তৌফিক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় তালামীযের সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। পৌর তালামীযের সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তালামীযের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ জলিল, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোহাইমিন ফাহাদ, এম. কাওছার আহমদ, মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি মোঃ আলী রাব্বি রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আহমদ রায়হান ফারহী। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা তালামীযের প্রচার সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, কমলগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুমেল, কমলগঞ্জ পৌর আল ইসলাহ’র সভাপতি মাও. হাফিজুর রহমান চৌধুরী, জেলা তালামীযের সহ-অফিস সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, কমলগঞ্জ লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাও. সালেহ আহমদ, জেলা তালামীযের সদস্য জুম্মান আহমদ, ফ্রান্স আল ইসলাহ’র সদস্য সৈয়দ মিজানুর রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী ১২০ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দোয়া শেষে সিন্নি (তাবারুক) বিতরণ করা হয়।