তাসদিকুল হাসান: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফটোগ্রাফিক সোসাইটির ৭ সদস্য নিয়ে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম।
ফটোগ্রাফিক সোসাইটির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সাধারণ সভায় সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইমদাদুল হক অসুস্থ থাকায় তাঁর আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
মডারেটর দ্বীন ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাদিয়া ইসলাম ইফতি কে আহ্বায়ক ও মো মিনহাজুল ইসলাম, মো রেজোয়ান কবীর রিজভী, মো আরিফুজ্জামান খান, মো বেলায়েত হোসেন, মো আমানুল হাসনাত সাকিব, মো শামছ্ হাসান সাজিদ কে সদস্য করে কমিটি গঠন করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সভায় প্রধান অথিতি হিসেবে ছিলেন ফটোগ্রাফিক সোসাইটির মডারেটর দ্বীন ইসলাম। এছাড়া সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যগণের উপস্থিতিতে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।