বুধবার, মে ১৫, ২০২৪
Homeশিক্ষাসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যম্পাসে টয়লেট ,বেসিন সংকট প্রকট

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যম্পাসে টয়লেট ,বেসিন সংকট প্রকট

ইয়াছিন মোল্লাঃ পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একমাত্র খাবার পানির লাইনের পাশে সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে শিক্ষার্থীদের হাতমুখ ধোঁয়ার পানির ট্যাব। এতে করে একদিকে যেমন পানির অপচয় হচ্ছে অন্যদিকে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।  সুতা দিয়ে আটকে রাখার চেষ্টা করা হলেও অনবরত পানি প্রবাহিত হচ্ছে।
রবিবার (১৫ই অক্টোবর) সকাল দশটায় সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। পরে রাতেও সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সদস্য আমিরুল ইসলাম ফরহাদ স্থানটি প্রত্যক্ষ করে একই দৃশ্যের কথা বর্ণনা করেন।
উল্লেখ্য সোহরাওয়ার্দী কলেজের ক্যাম্পাসে একটিমাত্র বেসিন। যেটি শিক্ষার্থীরা লাইন ধরে ব্যবহার করে থাকেন। এছাড়া টয়লেটের কাছাকাছি কিছু থাকলেও টয়লেট থেকে আসা দুর্গন্ধের জন্য সেগুলো ব্যবহার করতে চান না শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীর সংখ্যা ৮৮৩৭জন।
ক্যাম্পাসের বেসিনে দুটো পানির লাইন রয়েছে। একটি খাবার পানির এবং একটি হাত-ধোয়ার। খাবার পানির অববাহিকাটি চিকন হওয়ার কারণে এক বোতল পানি ভরতে অনেক সময় লাগে এবং একেকবার শিক্ষার্থীদের ভিড় লেগে থাকতে দেখা যায়। এমতাবস্থায় হাত মুখ ধোয়ার ট্যাবটিও নষ্ট হয়ে যাওয়ায় পানির অপচয় হচ্ছে এবং সুতা দিয়ে বেঁধে রাখার কারণে কম পানি বের হওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিকেলে নেওয়া এক সাক্ষাতকারে বলেন, “আমি সকালে আসছি। তখন থেকে এখনো পানি পড়ে যাচ্ছে। এতে পানির অপচয় হচ্ছে। আর সুতা দিয়ে বেঁধে রাখায় আমরা ভালোভাবে হাত-মুখ ধুতে পারছিনা। কর্তৃপক্ষের উচিত এটা দ্রুত ঠিক করা।”
এদিকে উইকিপিডিয়ার তথ্যমতে, “গতকাল ছিল ১৫ই অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। বিশ্ব হাতধোয়া দিবস বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।”
ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, ” এই বেসিনে সাবান তো দূরের কথা। বিশ্ব হাত ধোয়া দিবস আজ। এরপরেও হাত ধোয়ার ট্যাবই ভাঙা!”
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments