তাসদিকুল হাসান: ডিজিটাল আইনের মামলা থেকে প্রায় ১৫ মাস পর মুক্তি পেয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। ২০ নভেম্বর সকাল ৯ টায় কাশিমপুর কারাগার থেকে বের হয়ে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে সকাল ১১ টা ৩০ মিনিটে পরীক্ষার হলে প্রবেশ করেন এই শিক্ষার্থী। সন্ধ্যার পর আসামি ছাড়ার নিয়ম নেই, তাই রোববার আদেশ পেয়েও কারামুক্ত করা যায়নি খাদিজাকে। বিশেষ কারণে পরীক্ষার হলে দেড়িতে আসলেও সময় বাড়ানো হয়নি তার জন্য। পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষক সহকারী অধ্যাপক জনাব নূরানা জানান অন্যান্য শিক্ষার্থীদের মত সাধারণ নিয়মে একই সময়ে তার পরীক্ষা শেষ হয়, সময় বাড়ানো হয়নি। ২০ নভেম্বর সকাল ১০ টায় শুরু হয়ে ১ টায় শেষ হয় স্ট্যাটিসটিক্যাল এপ্রোচেস টু দ্য স্টাডি অব পলিটিক্স কোর্সের পরীক্ষা।
খাদিজার বোন সিরাজুম মনিরা বলেন, খাদিজার গতকাল রাতেই মুক্তি পাওয়ার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ কালকে মুক্তি দেয়নি। আজকে সকাল ৯ টায় মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়ার পর ক্যাম্পাসে আসতে আসতে সাড়ে ১১ টা বেজেছে। খাদিজার কয়েকটি সেমিস্টার নষ্ট হয়েছে। সে ১৫ তম ব্যাচের শিক্ষার্থী হলেও এখন ১৬ তম ব্যাচের সাথে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছে আজ।
উল্লেখ্য, ডিজিটাল আইনে গ্রেফতার হওয়ার পর এক বছর দুই মাস সতের দিন পর জামিন পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় তাকে জামিন দেন। এদিকে গতকাল রাতেই মুক্তি দেওয়ার কথা থাকলেও তা না দেওয়ার কারন আপিল বিভাগকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সন্ধ্যার পর আসামি ছাড়ার নিয়ম নেই, তাই রোববার আদেশ পেয়েও কারামুক্ত করা যায়নি খাদিজাকে।