মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeশিক্ষাবুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১৬ মার্চ চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার বুয়েটের ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ড. মো. মিজানুর রহমান বলেন, ‘গতবারের মতো এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে ভর্তি কমিটির মিটিংয়ে। পরবর্তী সময়ে সেটি একাডেমিক কাউন্সিল চূড়ান্ত করবে। একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত হয়ে গেলে সেটি আমরা জানিয়ে দেব।’

বুয়েটের ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যের জন্য ভর্তি-ইচ্ছুকরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ফলো করতে পারেন বলে জানিয়েছেন এ অধ্যাপক।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments