মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeশিক্ষামিহির'স জিকের লেখক জবির মোত্তালিব মিহির বিসিএস ক্যাডার

মিহির’স জিকের লেখক জবির মোত্তালিব মিহির বিসিএস ক্যাডার

তাসদিকুল হাসান, জবি: সাধারণ জ্ঞান চর্চার জনপ্রিয় বই মিহির’স জিকের লেখক মোত্তালিব মিহির সর্বশেষ প্রকাশিত ৪৩ তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। মোত্তালিব মিহির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। স্বপ্ন পূরণ করতে টিউশনি, প্রুফ রিডার এমনকি সিকিউরিটি গার্ডের চাকরিও করেছেন মিহির। ধারাবাহিক উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন মিহির’স রিসার্চ ও পাবলিকেশনের। তার রচিত বই খুব অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এবং সরকারি চাকরি প্রার্থী পাঠকদের মন জয় করে নিয়েছে।

বগুড়ার শিবগঞ্জের এক দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম হয়েছিল। পড়াশোনা চালিয়ে যেতে তাকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল। আর্থিক দুরবস্থার কারণে একসময় চাচার বাড়িতে থাকতে হয়েছে মিহিরকে। পরিবার থেকে পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়লে কিছুদিন পড়াশোনাও বন্ধ ছিল। তবুও থেমে যাননি তিনি।

মোত্তালিব মিহিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সবচেয়ে বেশি আর্থিক সংকটের মুখোমুখি হন বিশ্ববিদ্যালয়ে এডমিশনের সময়। তখন একটি সিকিউরিটি কম্পানিতে পার্টটাইম চাকরি করে এডমিশনের কোচিং এবং আনুষাঙ্গিক খরচ চালাতে হয়েছিল।

প্রতিকূলতা সত্ত্বেও তিনি মোট ৬ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান এবং ঢাকায় অবস্থান করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার সফলতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে হয়তো আমার স্বপ্ন অধরাই রয়ে যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকরা অনেক আন্তরিক। তারা আমাদের সবসময় চাকরি পরীক্ষা ও বিসিএসের জন্য উদ্বুদ্ধ করতেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন। তারা আমাদের সুবিধার জন্য ২ টি ক্লাস রুমকে লাইব্রেরীর রূপ দিয়েছিলেন। আমার সাফল্য তাদের অবদান অনস্বীকার্য।

ভবিষ্যতে যারা বিসিএস পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে মোত্তালিব বলেন, বিসিএস ক্যাডার হওয়া যতটা না কষ্টের তার থেকে বেশি কষ্টসাধ্য কাজ হচ্ছে লেগে থাকা। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকলে একদিন সফলতা আসবেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments