রবিবার, মে ৫, ২০২৪
Homeশিক্ষাজবির প্রক্টর দপ্তরে বিশাল পরিবর্তন

জবির প্রক্টর দপ্তরে বিশাল পরিবর্তন

তাসদিকুল হাসান,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২ জন সহকারী প্রক্টরের মধ্যে ৫ জনকে পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর দপ্তরে নতুন সদস্য নিযুক্তের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

সোমবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে নতুন পাঁচ সহকারী প্রক্টররের নাম জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টরগণ হলেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনির হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান সুমি, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ। তাদেরকে আগামী দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন। নবনিযুক্ত সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায় বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments