রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Homeশিক্ষাবসন্ত দিবস পালন করবো কিন্তু মনে মনে সাম্প্রদায়িক হবো এটা ঠিক নয়:...

বসন্ত দিবস পালন করবো কিন্তু মনে মনে সাম্প্রদায়িক হবো এটা ঠিক নয়: জবি ভিসি

তাসদিকুল হাসান,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত বসন্ত উৎসবে প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, “বসন্ত উৎসব শুধু পোষাকে নিলেই হবেনা মননেও নিতে হবে। আর আমাদের দেশের শিল্প ও সংস্কৃতিকে শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা বসন্ত দিবস, ভালোবাসা দিবস পালন করবো কিন্তু মনে মনে সাম্প্রদায়িক হবো এটা ঠিক নয়। নানান ধর্মও জাতিসত্তার সংমিশ্রণে আমাদের অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলতে হবে।”

তিনি আরো বলেন, “সামাজিক মাধ্যমে আমরা দেখি আমাদের জাতীয় দিবসগুলো সম্পর্কে বর্তমান প্রজন্ম সজাগ নয়, একজন শিক্ষক হিসেবে আমার দুঃখ, পরিতাপ বলতে হয় এটা আমাদেরই ব্যর্থতা শিক্ষার্থীদের এবিষয়গুলো নিয়ে বুঝাতে পারিনি। আমাদের আইডেনটিটি বাঙালিত্বের উৎকৃষ্ট উদাহরন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, তিঁনি সূঁতি শাড়ি পরেন, নামাজ পড়েন, ধর্ম চর্চা করেন একই সাথে সংস্কৃতি চর্চাও করে থাকেন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় মিলনায়তনে বসন্ত উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানের আহবায়ক হিসেবে ড. মোঃ মিরাজ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন।এসময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments