বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Homeশিক্ষাজবির ভিসি-ট্রেজারার, প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জবির ভিসি-ট্রেজারার, প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

তাসদিকুল হাসান,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড আইনুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সদস্য ও হল প্রভোস্টকে আগামীকাল ৩টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়করা মতবিনিময় শেষে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে তারা এসব দাবি জানান।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনে যত আওয়ামী দোসর রয়েছে তাদের পদত্যাগ করতে হবে। যদি তারা পদত্যাগ করতে না চায় তাহলে কীভাবে পদত্যাগ করাতে হবে, তা ছাত্রসমাজ জানে।

শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি এরই মধ্যে পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের ভিসি কেন এখনো পদত্যাগ করছে না, তার পেছনে যদি কারো হাত থাকে, ছাত্রসমাজ তাদের মোকাবিলা করতে প্রস্তুত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments