শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeশিক্ষাইবির ক্রীড়াঙ্গন হবে আধুনিক ও উন্নত: উপাচার্য

ইবির ক্রীড়াঙ্গন হবে আধুনিক ও উন্নত: উপাচার্য

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রীড়াঙ্গনকে আরো উন্নত ও আধুনিক হিবে। রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনকালে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে।

এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্র আরো সম্প্রসারণ করা হবে। আরও আধুনিক মানে উন্নীত করা হবে ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র। এখান থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ক্রীড়াবিদ তৈরি হবে একদিন। ক্রীড়াক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। এখানকার খোলোয়াড়দের অর্জনের ইতিহাস অত্যন্ত মজবুত। তারা দেশে-বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর যেমন রেখে চলেছে, তেমনি তাদের অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। তিনি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সেক্টরের সাথে জড়িত সবাইকে আরো গতিশীল নেতৃত্ব প্রদান করে যেতে আহবান জানান। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সহযোগিতা করবে।

এসময় আন্ত:বিভাগ ও আন্ত:হল ফুটবল প্রতিযোগিতার আহবায়ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো: আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. আসাদুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments