রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeশিক্ষারবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার বরখাস্ত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার বরখাস্ত

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ‘ স্লোগান সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড অফিসিয়াল কাজে ব্যবহারের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে অফিস আদেশ সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কনক কান্তি বড়ুয়ার মঙ্গলবার (১৫ জানুয়ারি) .বিকেলে স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গন অভ্যুথানে ক্ষমতাচ্যূত শেখ হাসিনা সরকারের স্লোগান ( শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ) সম্বলিত নিষিদ্ধ প্যাড অফিয়াল কাজে ব্যবহার করায় শিক্ষার্থীদের আনীত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তথ্য প্রমানাদি পর্যালোচনা পূর্বক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের ৪ ধারা লঙ্ঘিত হওয়ায় এবংও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি আইনের ধারা ১১ (৭) ও চাকুরি বিধির ১৩ মোতাবেক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ১৫ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ অপরাহ্ন হতে এ আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্ত সংক্রান্ত অফিস আদেশের কপি গোলাম সরোয়ার সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। জানা গেছে, গত সোমবার ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ‘ সম্বলিত বিশ্ববিদ্যালয়ের প্যাডে গোলাম সরোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদারকে অবহিত করে ফ্যাসিষ্টের দোসর গোলাম সরোয়ারকে অবিলম্বে অপসারনের দাবি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments