রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
Homeশিক্ষাইবিতে কলাম লেখার উপর কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে কলাম লেখার উপর কর্মশালা অনুষ্ঠিত

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সংবাদপত্রে কলাম লেখার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১৪০ নং কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করেন শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

কর্মশালায় শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি এর সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মো. বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: আবদুল্লাহ আল মুনাইম। এছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখসানা খাতুন ইতি এবং সংগঠনটির ইবি শাখার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদসহ সংগঠনটির দেড় শতাধিক সদস্য।

সংগঠনটির ইবি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বাগত বক্তব্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর প্রতিষ্ঠাকালীন ইতিহাস, ইবি শাখার সাফল্য এবং কর্মশালায় অংশগ্রহণ কারীদের মনোযোগী হওয়া ও লেখার প্রতি অনুরাগী হতে উদ্ভুদ্ধ করেন। কর্মশালায় ইমেইল বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান করেন শাখা সহ-সভাপতি রুহুল আমিন। এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারীদের মনযোগ ধরে রাখার জন্য ছিলো বিভিন্ন কুইজের আয়োজন।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবারের মত এবারও ভিন্ন কিছুর আয়োজন করে চলেছে। আশা করি সহযোগী সদস্যদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। একইসাথে নতুন লেখকদের লেখনীর যাত্রা সুদীর্ঘ হবে বলে বিশ্বাস করি।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মাণে ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯ টি শাখার মধ্যে পরপর ৫ম বারের ‘বর্ষসেরা’ শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments