বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeবিনোদনশিল্পী জামাল আহমেদ সংবর্ধিত

শিল্পী জামাল আহমেদ সংবর্ধিত

কাগজ প্রতিবেদক: বেসরকারী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইউডা’র চারুকলা বিভাগ সম্প্রতি সংবর্ধিত করলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদকে। প্রথম ওশিনো ফুজি আর্ট প্রতিযোগিতায় ইউডার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের পাঁচ শিক্ষার্থী প্রতিযোগিতায় পুরস্কৃত হয়। শিল্পী জামাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কৃতদের হাতে আয়োজকদের দেয়া সম্মাননা তুলে দেন। গত ১৮ নভেম্বর ইউডা ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এরপর ইউডা কর্তৃপক্ষ শিল্পী জামাল আহমেদকে সংবর্ধিত করে। সম্প্রতি তিনি বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সংবর্ধনা দেয়ার এটাই মূল কারণ নয়। বাংলাদেশে চারুকলার সাম্প্রতিক জনপ্রিয়তার ভিত্তি মূলত তাঁর হাতেই নির্মিত বলে সকলেই মনে করেন। শিল্পী শাহাবুদ্দিনের পর জনপ্রিয়তায় জামাল আহমেদ অনন্য। আর তাঁর ছাত্রজীবনের একটা অংশ কেটেছে জাপানে। ইউডা সূত্রে জানা যায়, মাউন্ট ফুজি কনটেস্টে ইউডার শিক্ষার্থীদের কাজগুলো জাপানের প্রফেসর এমেরিটাস সাকুরাই নির্বাচন করেন। পুরস্কৃতদের বিভিন্ন মেয়াদের শিক্ষাবৃত্তি দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউডার প্রতিষ্ঠাতা অধ্যাপক মুজিব খান, উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম শরীফ, রেজিস্ট্রার অধ্যাপক ইফফাত কায়েস চৌধুরী, চারুকলা বিভাগের চেয়ারম্যান শাহজাহান আহমেদ বিকাশ এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments