শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeবিনোদনবুলবুলের মৃত্যুতে অসুস্থ হয়ে হাসপাতালে সুরকার আলাউদ্দীন

বুলবুলের মৃত্যুতে অসুস্থ হয়ে হাসপাতালে সুরকার আলাউদ্দীন

কাগজ প্রতিবেদক: আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে অসুস্থ হয়ে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার স্ত্রী ফারজানা মিমি নিশ্চিত করেছেন।
ফারজানা মিমি বলেন, জনপ্রিয় সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুটা মেনে নিতে পারছিলেন না তিনি। বুলবুলের মৃত্যুর পর মঙ্গলবার সারাদিন তার কথাই শুধু বলছিলেন।
এর পর রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তা ছাড়া তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায়ও ভুগছিলেন।

আলাউদ্দীন আলী একাধারে একজন সংগীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার।
১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সীগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে তার জন্ম। তার বাবা ওস্তাদ জাদব আলী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments