বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeবিনোদনবন্ধ হয়ে গেলো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স

বন্ধ হয়ে গেলো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা সিটি শাপিংমলে স্টার সিনেপ্লেক্স শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।

বসুন্ধরা সিটির এ শাখাটিই সিনেপ্লেক্সের প্রথম শাখা। দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যেই ২০০৪ সালের ৮ অক্টোবরে যাত্রা করে এটি। কিন্তু চালু হওয়ার ১৬ বছরের মাথায় এসে বন্ধ হয়ে গেলো শাখাটি।

কেনো বন্ধ হচ্ছে- এ প্রশ্নের উত্তরে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ থেকে ভাড়া নিয়ে এখানে স্টার সিনেপ্লেক্সের শাখাটি চালাচ্ছিলাম। কিছুদিন আগে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ আমাদের চিঠির মাধ্যমে জায়গাটি ছেড়ে দেয়ার কথা জানিয়েছে। তাই জায়গাটি ছেড়ে দিয়ে শাখাটি বন্ধ করে দিচ্ছি।’

বসুন্ধরা সিটিতে প্রথম যাত্রা করলেও পরে জিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীতে স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা চালু হয়। পর্যায়ক্রমে সারা দেশে শতাধিক সিনেপ্লেক্স করারও ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

স্টার সিনেপ্লেক্সের প্রথম শাখাটির সঙ্গে প্রতিষ্ঠানটির আবেগ জড়িত বলে মন্তব্য করে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখাটি আমাদের জন্য একটি আবেগের জায়গা, দর্শকের জন্য আবেগের জায়গা। সে জন্য একটু তো মন খারাপ হবেই। তবে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স বন্ধ হলেও স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম চলমান থাকবে।’

কিছুদিন সরকারের কাছে একাধিক দাবি রেখে সংবাদ সম্মেলন করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, করোনা পরিস্থিতিতে সরকার থেকে সাহায্য না পেলে মাল্টিপ্লেক্স চেইনটির কার্যক্রম চালু রাখা সম্ভব হবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments