বাংলাদেশ প্রতিবেদক: করোনা মহামারির মধ্যেই নতুন অতিথি আসলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ঘরে। পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। তারকা জুটি শুভশ্রী ও রাজ চক্রবর্তীর দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে মাতৃত্বের ঘোষণা দিয়েছিলেন শুভশ্রী নিজেই।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের বরাত দিয়ে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর সন্তানের জন্ম হয়। রাজ-শুভশ্রীর সন্তানের ওজন হয়েছে ৩ কেজি। এসময় শুভশ্রীর পাশে ছিলেন রাজ চক্রবর্তী।
এর আগে গত ৫ মে সদ্য মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তার মতোই বিবাহবার্ষিকীর দিন মাতৃত্বের সুসংবাদ জানিয়েছিলেন শুভশ্রীও। পরিশেষে এই অভিনেত্রীর ঘরেও নতুন অতিথির আগমন ঘটল।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।