বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeবিনোদননজরুলের প্রয়ান দিবসে রংপুরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মনে পড়ে’

নজরুলের প্রয়ান দিবসে রংপুরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মনে পড়ে’

জয়নাল আবেদীন: নজরুল সংগীত, আবৃত্তি ও আলোচনার মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর প্রয়ান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মনে পড়ে’। সোমবার সন্ধ্যায় নগরীর এসোড হলরুমে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র রংপুর।

বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুল চর্চা কেন্দ্র রংপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন পেয়ারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশীদ। সম্মানিত অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সংগীত শিক্ষক তমাল কান্তি লাহিড়ী, শিল্পী চিকি’সক তাপস বোস।

সভাপতিত্ব করেন নজরুল চর্চা কেন্দ্র রংপুরের সভাপতি সেরাফুল হোসেন হিমেল। মনে পড়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন আশুতোষ বর্মণ, সুস্মিতা মুখার্জী, রতন সরকার, নুঝাত সাকি, সাজেদুল হোসেন প্রবাল, আবৃত্তি করেন আব্দুস সালাম, শামিমা আক্তার লিমা, মনিরা পারভীন পপি, পূর্ণিমা রাজ, মনিষা আক্তার, মেহেদী মাসুদ, আব্দুল কুদ্দুসসহ অন্য্যা বাচিক শিল্পী। সঞ্চালনা করেন মাহমুদুন নবী বাবুল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments