বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeবিনোদনকণ্ঠশিল্পী আসিফকে ই-পাসপোর্ট কেন দেয়া হবে না; তা জানতে চেয়ে হাইকোর্টের রুল

কণ্ঠশিল্পী আসিফকে ই-পাসপোর্ট কেন দেয়া হবে না; তা জানতে চেয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ প্রতিবেদক: কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ই-পাসপোর্ট কেন দেয়া হবে না; তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।

বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো: আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসিফ আকবরের পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ হায়দার ও এম আনিসুজ্জামান।

পাসপোর্ট অফিসে আবেদন করে না পেয়ে পাসপোর্ট দেয়ার নির্দেশনা চেয়ে ২৩ আগস্ট হাইকোর্টে রিট করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা এন্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম পরিচালককে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

অ্যাডভোকেট এম আনিসুজ্জামান জানান, গত বছরের ১১ নভেম্বর নতুন ই-পাসপোর্টের জন্য আবেদন করেন আসিফ। কিন্তু এখনো দেয়া হয়নি। তাই তিনি রিট করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments